মুম্বই: সাইবার প্রতারণা ক্রমশ গ্রাস করছে। সাইবার দুনিয়ায় এর বলি হচ্ছেন অনেকেই। এবার বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির নাম করে প্রতারণার ছক। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। বিষয়টি জানার পরেই সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়েছেন। জানিয়েছেন পুলিশের কাছে যাবেন। বর্ষীয়ান অভিনেত্রীর ভেক ধরে সবাইকে মেসেজ করছেন কেউ। সম্প্রতি এমনটা এক্সে (পূর্বতন ট্যুইটারে) জানিয়েছেন তিনি। তাঁর আইনজীবী একটি নোটিস জারি করেছেন। এছাড়াও অভিনেত্রী যে পুলিশের দ্বারস্থ হতে চলেছেন সেকথাও জানিয়েছেন পোস্টে।
এই বিষয়ে শাবানা আজমি লিখেছেন, তাঁর নাম করে তাঁর সহকর্মী এবং বন্ধুদের মেসেজ পাঠানো হচ্ছে। সেই ফাঁদে পা দিলে কী হবে তা সবার জানা। অভিনেত্রী লিখেছেন, আমার একাধিক সহকর্মী ও বন্ধুকে আমার নাম করে মেসেজ পাঠানো হচ্ছে। যাঁরা এই মেসেজের জবাব দিচ্ছেন তাঁদের অ্যাপ স্টোর থেকে কেনাকাটা করতে বলা হচ্ছে।
আরও পড়ুন: নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মিজোরামে মৃত্যু ২২ জন শ্রমিকের, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মোদির
এই বিষয়ে তিনি পরিচিত মহলে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, তাঁর নাম করে কোনও কল বা মেসেজ এলে দয়া করে ধরবেন না এটা একধরনের সাইবার ক্রাইম। আমরা পুলিশের কাছে যাচ্ছি। সেই নম্বর দুটি হল, +৬৬৯৮৭৫৭৭০৪১ এবং +৯৯৮৯১৭৮১১৬৭৫।
উল্লেখ্য, শাবানা আজমিকে সম্প্রতি পরপর দুটো ছবিতে দেখা গিয়েছে। রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে তিনি রানি ওরফে আলিয়ার ঠাকুমার চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর এবং ধর্মেন্দ্রর অভিনয় সেখানে নজর কেড়েছিল। পাশাপাশি ঘুমর ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। ঘুমর ছবিতে প্রধান ভূমিকায় সাইয়মি খের ও অভিষেক বচ্চনকে অভিনয় করেছেন।