কলকাতা : অভিনেতা ছবি বিশ্বাসের পর ফের একবার আর এক জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে ‘কাবুলিওয়ালা’র চরিত্রে। ইতিমধ্যেই কলকাতায় মিঠুনের সেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। ছবিটি পরিচালনা করছেন সুমন ঘোষ। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘কাবুলিওয়ালা’ অবলম্বনে সত্যজিৎ রায়ের তৈরি ছবিবাবুকে নিয়ে ১৯৬১ সালের চলচ্চিত্রটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। ছবি বিশ্বাসের জুতোতেই এবার পা গলালেন আর এক বাঙালি জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।
কাবুলিওয়ালা বললেই প্রথম যে দেশটির কথা মনে পড়ে তা হল আফগানিস্তান। মিঠুনের কাবুলিওয়ালা আফগানিস্তানে সম্ভব কিনা তা নিয়ে বেশ কিছু দিন ধরেই নির্মাতারা আলোচনা চালাচ্ছিলেন। প্রথমদিকে শোনা গিয়েছিল সে দেশেই এই ছবির শুটিং হবে। কিন্তু সে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ছবির নির্মাতারা সে দেশে শুটিং না করার সিদ্ধান্ত নেন। আফগানিস্তানে না হলেও পশ্চিম এশিয়ার তাজিকিস্তান এবং উজবেকিস্তানে এই ছবির আউটডোর হবার কথা শোনা গিয়েছিল। কিন্তু ছবির নাম ভূমিকায় মিঠুন চক্রবর্তীকে সে প্রস্তাব দিলে তিনি তার শারীরিক অবস্থার কারণে তা বাতিল করে দেন। বয়সজনিত কারণে মিঠুন চক্রবর্তীকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হয়। এই অবস্থায় বিদেশে যাওয়ার ধকল অভিনেতা নিতে পারবেন না বলে চিকিৎসকদের ধারণা। ফলে ছবির আউটডোর শ্যুটের লোকেশন আপাতত দেশের মধ্যেই ঠিক করা হয়েছে বলে একটি সূত্রের দাবি। জানা যাচ্ছে ‘কাবলিওলা’ ছবির আউটডোর শুটিং হতে পারে কার্গিলে। পরিচালক তথা ছবির নির্মাতাদের ধারণা এই অঞ্চলের ভৌগোলিক দৃশ্যের সঙ্গে আফগানিস্তানের অনেকটা সাদৃশ্য রয়েছে। তাছাড়া দর্শকদের কাছে এক সময়ের যুদ্ধ বিধ্বস্ত কার্গিলের একটা অন্য আকর্ষণ রয়েছে।
আগামী সেপ্টেম্বরের প্রথম দিকেই মিঠুনের এই ছবির লোকেশন হিসেবে কার্গিলকে স্থির করা হয়েছে। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকারকেও। ছবির অন্যতম প্রধান চরিত্র মিনিট ভূমিকায় দেখা যাবে ‘মিঠাই’ ধারাবাহিক খ্যাত শিশু শিল্পী অনুমেঘা কাহালীকে। ছবিটি মুক্তি পাবে এ বছর বড়দিনে।