কলকাতা: বিশাখাপত্তনমে কলকাতার এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব নিল পশ্চিমবঙ্গ সিআইডি। কলকাতার নেতাজি নগরের বাসিন্দা রীতা সাহা নামে এক ছাত্রী তার কলেজে ভর্তি হয়েছিল এবং কয়েকদিন আগে বিশাখাপত্তনমে হস্টেল থেকে পড়ে মারা গিয়েছে। ছাত্রীর রহস্যমৃত্যুতে র্যাগিংয়ের অভিযোগ তুলেছে পরিবার। এই ঘটনা নিয়ে অন্ধপ্রদেশের আদালতে মামলাও করেছে মৃত ছাত্রীর পরিবার। ঘটনাটি রাজ্য সরকারের নজরে আসার পরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ছাত্রীর বাবাকে ফোন করেছিলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে তদন্তের ভর নিল সিআইডি।
এই ঘটনায় কলকাতা পুলিশের তরফে খুনের মামলা দায়ের করে। মন্ত্রী অরূপ বিশ্বাস মৃত ছাত্রীর বাড়িতে যান, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। রীতির বাড়িতে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। এই ঘটনার তদন্তে কলকাতা থেকে পুলিশের একটি টিম যাচ্ছে বিশাখাপত্তনমে।
আরও পড়ুন: বুধবার উচ্চ প্রাথমিকে ১৩ হাজার চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ এসএসসি-র
ডাক্তারির প্রস্তুতি নিতে ভর্তি হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এক কোচিং সেন্টারে। জানা গিয়েছে, ওই কোচিং সেন্টার থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবং ডাক্তারিতে ভর্তির হওয়ার জন্য সর্বভারতীয় পরীক্ষা নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১৪ জুলাই হস্টেলের চারতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ করেছে মৃত ছাত্রীর পরিবার। তাকে খুন করা হয়েছে। খুন করে আত্মহত্যা দেখানোর চেষ্টা চলছে। আদালতে দ্বারস্থ ওই ছাত্রীর পরিবার। হস্টেল সুপারকে সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ।