রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নয়া অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দীপককুমার রায়। বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য (Vice-Chancellor of Raiganj University) নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মর্মে রাজভবনের তরফে নির্দেশিকা জারি হয়েছে। একজন উপাচার্য আর্থিক থেকে শুরু করে যা যা সুযোগ সুবিধা পেয়ে থাকেন সবটাই তিনি পাবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
রাজ্যপালের নির্দেশ পেয়ে মঙ্গলবার সকালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব নিলেন অধ্যাপক ডঃ দীপককুমার রায় (Prof. Dipakkumar Roy)। এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন ধরে অধ্যপনা করছেন তিনি। বেশ কিছুদিন কলা বিভাগের ডিন হিসেবেও দায়িত্ব সামলেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যহীন হয়েছিল। সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস অধ্যাপক দীপককুমারকে সঙ্গে ফোনে কথা বলেন। তারপর সোমবার-ই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের নির্দেশ এসে পৌঁছায়। মঙ্গলবার অধ্যাপক দীপককুমার রায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের দায়িত্বভার বুঝে নেন।
আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রাইমারি স্কুলে, রাজনৈতিক চক্রান্তের শিকার প্রধান শিক্ষক
উপাচার্য বলেন, সোমবার রাজ্যপালের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। উনি মঙ্গলবার উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে বলেছেন আমাকে। দীর্ঘ ধরে উপাচার্যহীন হয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়। একজন অধ্যাপক হিসেবে আন্তরিকভাবে চেষ্টা করব, যা যা সমস্যারয়েছে তা সমাধান করার। ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের ৩ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় প্রথমবর্ষের এক পড়ুয়ার। সেই ঘটনার সময় উপাচার্যহীন ছি্ল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সেই ঘটনার নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, সেই সময়ে ফের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগ যে নয়া মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য। ওদিকে এদিন দায়িত্বভার গ্রহণ করে দীপক বাবু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যা দূরীকরণে কাজ করবেন তিনি।