উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে বিতর্ক চলছে। তারই প্রেক্ষিতে বুধবার নয়া বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের নয়া নির্দেশিকায় আগামী ৩০ জুলাই পর্যন্ত ফলাফল সংক্রান্ত সমস্ত রিভিউয়ের আবেদন গ্রহণ করা হবে। তারপর আর আবেদন গ্রহন করা হবে না। সেই সঙ্গে আরও জানানো হয়েছে ফলাফল নিয়ে যে সমস্ত অকৃতকার্য পরীক্ষার্থীরা ইতিমধ্যেই নতুন মার্কশিট পেয়েছেন বা পাবেন তাঁরা পুনরায় রিভিউ আবেদন করতে পারবেন না। রিভিউয়ের ফলাফল যেমনই প্রকাশিত হবে, তাকেই চূড়ান্ত ফলাফল হিসেবে গ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের।
আরও পড়ুন: কড়া নাড়ছে তৃতীয় ঢেউ, পুর বৈঠকে শিশুস্বাস্থ্যে গুরুত্ব ফিরহাদের
আরও পড়ুন: মনোনয়ন জমা দিলেন রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী জহর সরকার
গত সপ্তাহে প্রকাশিত হয় উচ্চমাধ্যমিকের ফলাফল। পাশের হার ৯৭ শতাংশের ওপরে থাকলেও অনেকেই অকৃতকার্য হন। পরীক্ষায় ফেল করে তারা কাঠগড়ায় তোলে স্কুল এবং সংসদকে। কারো দাবি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে পাননি। কেউবা একাদশের রেজাল্ট অসম্পূর্ণ বলেও অভিযোগের আঙুল তুলে স্কুলের বিরুদ্ধে। একদিকে ভালো ফলাফল করে যেমন এবার সাফল্যের হাসি হেসেছেন পরীক্ষার্থীরা। তেমনই অন্যদিকে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখায় রাজ্যের বিভিন্ন স্কুলে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে মেদিনীপুর, পুরুলিয়া থেকে কলকাতার তিলজলায় পড়ুয়া বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল গুলি। পড়ুয়াদের এই আগ্রাসী ছবি ভাবিয়ে তোলে প্রশাসনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফলাফল রিভিউ করার অনুমোদন দেওয়া হয় সংসদের তরফে। সেইসঙ্গে এদিন অসন্তুষ্ট পরীক্ষার্থীরা ফের নতুন করে উচ্চমাধ্যমিকে বসতে পারবে বলে জানিয়েছে সংসদ। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি অনুমোদন মিললে তবে তা সম্ভব হবে বলে জানানও হয়েছে।
পাশাপাশি মাধ্যমিক ও একাদশ শ্রেণীর ফলাফল নিয়েও মুখ খোলে সংসদ। যে সমস্ত আবেদনকারীদের নম্বর ইতিমধ্যে সংসদে সংরক্ষিত রয়েছে তার ভিত্তিতেই আবেদন গুলি খতিয়ে দেখা হবে বলে জানানও হয়।