রেজিনগর: তৃণমূল (TMC) বুথ সভাপতি ইয়াসিন শেখের খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার সহ শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ নিহতের পরিবার। ঘটনাটি ঘটেছে রেজিনগর থানায় তেঘরী থানা এলাকায়। যেখানে ভোটের আগের দিন ইয়াসিন শেখ খুন হন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের আগেরদিন বুথের কর্মীদের খাবার দিয়ে ফেরার সময় ইয়াসিন শেখকে বোমা মেরে খুন করা হয়।কিন্তু তারপরও অভিযুক্তদের গ্রেফতার করছে না পুলিশ , তার জায়গায় অভিযোগ তুলে নিতে পুলিশ পাল্টা চাপ দিচ্ছে দিচ্ছে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: ছাগলের টোপে খাঁচাবন্দি চিতাবাঘ
এই পরিস্থিথিতে সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নিহতের পরিবার। একেই সঙ্গে অভিযোগ উঠে আসছে এই মামলায় মামলাকারীদের বাড়িতে গিয়ে অত্যাচার চালিয়েছে পুলিশ।গতকাল রেজিনগরের আন্দুলবেড়িয়া ২নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঘরী নাজিরপুর গ্রামে গিয়ে পুলিশ সাক্ষীদের বাড়িতে অত্যাচার চালায় বলে অভিযোগ। এক সাক্ষীর স্ত্রীকে টানা হিচড়া করা হয় বলেও জানা গিয়েছে। পাশাপাশি নিহতের দুই স্ত্রী এবং পরিবারের লোকজন ন্যায় বিচারের দাবি তুলেছেন।তাদের দাবি অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না।পুলিশের সাহায্য না পেয়ে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করে মৃতের পরিবার।অন্যদিকে স্থানীয় তৃণমূল প্রার্থী কবিতা খাতুন নিহতের বৌমা।তাঁর অভিযোগ, তিনি তাঁর শ্বশুর এবং পরিবারের লোকজন সকলে তৃণমূল করেন। এর পরেও এই ঘটনায় কোন বিচার পাচ্ছেন না তাঁরা।