মালদহ: বিরাট দুর্ঘটনা লরি আর মালগাড়ির মধ্যে। অতিতে যা কোনও দিন হয়নি। মঙ্গলবার সকালে ফারাক্কা ব্রিজের ডাউন রেললাইনে আসা মালগাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ চাকা লরি সজোরে ধাক্কা মারে। ইমারজেন্সি ব্রেক করে মাল গাড়ির চালক ডাউন লাইনের উপর দাঁড়িয়ে যায়। পলাতক লরির চালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহ থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল মালগাড়িটি। ঠিক ওই সময় লরিটিও মালদহ থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। ফারাক্কা থেকে মালদহের দিকে একটি ট্র্যাক্টরও আসছিল। তখন লরিটি ব্রিজের উপর দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্র্যাক্টরটিকে ধাক্কা মারে এবং পরে তার গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্রিজের রেলিং ভেঙে রেলের ব্রিজের উপরে উঠে যায়। সেই সময় ডাউন লাইনে চলে আসে একটি মালগাড়ি। সংঘর্ষ হয় লরিটির সঙ্গে মাল গাড়ির। দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে-মুচড়ে যায় ট্র্যাক্টর ও লরিটি। যদিও কোনওরকমে রক্ষা পেয়েছে মাল গাড়ি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যানজটের পাশাপাশি যান চলাচল ব্যাহত হয়। ঘটনায় সিআইএসএফ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধারকাজ শুরু হয়েছে।