কলকাতা: এবার পশ্চিমবঙ্গের ‘রাজ্য সংগীত’ নির্দিষ্ট করার প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়। যে গানের সঙ্গে বাংলার আত্মিক সম্পর্ক আছে, সেই গানকে এই তালিকায় নিয়ে আসা হচ্ছে। ইতিমিধ্যে বেশ কিছু গান নিয়ে আলোচনা হচ্ছে। জাতীয় সংগীতের আদলেই তৈরি হবে রাজ্য সংগীত। সোমবার এমনটাই জানালেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, বিভিন্ন রাজ্যের নিজস্ব সঙ্গীত রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের তেমন কোনও সঙ্গীত নেই। জাতীয় সঙ্গীত যেমন গোটা দেশের জন্য প্রযোজ্য ঠিক তেমনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন যদি কোনও সঙ্গীত হলে ভালো হবে।
শোনা গিয়েছে, রাজ্য সংগীত বাছায়ের ক্ষেত্রে একটি কমিটি গঠন করেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অপরদিকে আজ বিধানসভায় দিবস পহেলা বৈশাখ কে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে অনুমোদনের জন্য সুপারিশ করেছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনকে স্বীকৃতি দিলেই ১ বৈশাখ পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে।