কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ব়্যাগিং রুখতে কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের। ব়্যাগিং রুখতে এ বার কুইক রেসপন্স টিম (Quick Response Team) তৈরির সিদ্ধান্ত নিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির ( Anti Ragging Committee) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে ছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ, রেজিস্টার স্নেহমঞ্জু বসু, ডিন অব স্টুডেন্টস রজত রায় ও যাদবপুর থানার পুলিশ আধিকারিক।
এদিনের বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ে ২ কিমি মধ্যে থাকবে এই দল। ক্যাম্পাস চত্বরে এবং হস্টেলে কোনও রকম অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে দ্রুত পদক্ষেপ করবে কুইক রেসপন্স টিম। গত ৯ অগাস্ট বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র হস্টেলের বারান্দগ থেকে পড়ে যায়য তাকে রক্তাত ও বিবস্ত্র অবস্থয় উদ্ধার করে বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয়, পড়ের দিন ১০ অগাস্ট ওই পড়ুয়ার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। হস্টেলে র্যাগিংয়ের ঘটনা নিয়ে সরব হয়েছে নানা মহল। বিশ্ববিদ্যালয়ে র্যাগিং রুখতে রয়েছে অ্যান্টি র্যাগিং কমিটি। তারপর কী ভাবে ব়্যাগিংয়ের জেরে ছাত্রের মৃত্যু হল। কী ভাবে কর্তৃপক্ষের চোখ এড়িয়ে দিনের পর দিন হস্টেলের ব়্যাগিং চলছে। কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানোর দাবিও উঠেছে। যদিও পড়ুয়াদের একাংশ সিসিটিভি ক্যামেরা বসানোর বিরুদ্ধে। সোমবার বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে সিসি ক্যামেরা বসানো নিয়ে আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে দ্রুত সিসিটিভি বসানো হবে বলে জানান, উপাচার্য।ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমানও প্রাক্তনী মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, নিজেদের বাঁচাতে তারা বারবার বয়ান বদল করছে। পুলিশ তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। তাদের চ্যাট হিস্ট্রিও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক তিরে বিঁধেও মমতার মুখে ‘ইন্ডিয়া সে মওত কা সওদাগর ভাগো’
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়ুয়াদের জন্য গ্রুপ কাউন্সেলিং এর ব্যবস্থা করা হবে। পড়ুয়াদের সঙ্গে মেন্টরদের সম্পর্ক ভালো করার ক্ষেত্রে ওরিয়েন্টেশন ক্যাম্প করার ভাবনা রয়েছে। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ থাকবে। আস্থা বাড়াতে বিভাগীয় প্রধানদের সঙ্গেও অভিভাবকদের বৈঠক হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বেশ কয়েকটি বিভাগের সিসিটিভি বসানো রয়েছে। একাডেমিক বিল্ডিংয়ের প্রতিটি তলাতে আলাদা করে সিসিটিভি বসানো হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট এবং বিভিন্ন স্ট্রাটিজিক পয়েন্টে সিসিটিভি রাখার প্রস্তাব উঠেছে অ্যান্টি রেগিং কমিটির বৈঠকে। আগামি দিনে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরকারকে জানাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হস্টেলের বারান্দা থেকে ডামি পুতুলটি ফেলে দেখেন তদন্তকারীরা। ঠিক কতটা দূরে পড়ছে পুতুলটি। কী ভাবে পড়ছে। তার উপর ভিতি করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। সোমবার থেকে যাদবপুর হস্টেলে লগ বুক চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হস্টেলে ঢুকতে বা বের হতে গেলে লগ বুকে বাধ্যতামূলকভাবে সই করতে হচ্ছে। যদি কেউ এই নির্দেশ না মানেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।