বনগাঁ: স্ত্রীর সঙ্গে প্রতিবেশী এক ব্যক্তির প্রেমের সম্পর্ক আছে। এই সন্দেহে প্রতিবেশীকে কুপিয়ে খুন স্বামীর। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার নাটাবেড়িয়া কুজারবাগি গ্রামে। মৃত ব্যক্তির নাম রঞ্জিত বালা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তে নাম অঘোর বিশ্বাস। ঘটনার পর তিনি পালিয়ে যায়। তবে পরে তল্লাশি বাগদা থানার পুলিশের হাতে আটক হয় সে। এই ঘটনায় এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে অঘোরের বাড়ি ভাঙচুর করে।
মৃতার স্ত্রী ঊষা বালা বলেন, অঘোর বিশ্বাস তাঁদের প্রতিবেশী। অঘোর সন্দেহ করত, তাঁর স্ত্রীর সঙ্গে আমার স্বামীর সম্পর্ক রয়েছে। একসঙ্গে ফোনে কথা বলতো। এই নিয়ে আজ সকালে বচসা বাধে দুজনের মধ্যে। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে রঞ্জিতের উপর চড়াও হয়ে কোপাতে থাকে অঘোর। রঞ্জিতের বুকে এবং হাতে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁর স্ত্রী তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর বাগদা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। ঊষার অভিযোগ, অঘোরই এদিন সকালে তাঁর স্বামীকে কুপিয়ে খুন করেছে।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বিরোধী কমিটির বৈঠক ডাকলেন উপাচার্য
মৃত রঞ্জিতের মেয়ে বলেন, আমি এখানে থাকি না। চার দিন হল বাড়িতে এসেছি। এদিন সকালে ঘরে ছিলাম, বাবা বাড়ির উঠোনে মুরগির খাচা তৈরি করছিলেন। ঘরের ভিতর থেকে শুনতে পাই মা চিৎকার করছেন। বাইরে বেরিয়ে এসে দেখি, বাবার বুকে-হাতে আঘাতের চিহ্ন। পাশে ধারালো অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে অঘোর। এরপর সে পালিয়ে যায়। এলাকার কয়েকজন মিলে বাবাকে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, অঘোর রঞ্জিত বালার প্রতিবেশী। গ্রামের সবার সঙ্গেই সে এই ধরনের আচরণ করে। কিছু হলেই দা দিয়ে কোপাতে আসে।