কলকাতা: সিনেমা (Cinema) ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার কেন্দ্রে থাকেন অভিনেতা-অভিনেত্রীরা। কে কখন কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন, তা ভক্তকুলের কাছে আকর্ষণের বিষয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী (Actress) বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty) এবং পরিচালক (Director) বিরসা দাশগুপ্তের (Birsa Dasgupta ) একটি রোমান্টিক ছবি। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। টলিউডের এই পরিচালক-অভিনেত্রী দম্পতি সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। কখনও সমুদ্রের পাড়ে, আবার কখনও পাহাড়ের কোলে। এই মুহূর্তে বিরসার হাত ফাঁকাই রয়েছে। কারণ, সদ্য মুক্তি পেয়েছে বিরসার নতুন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। আর ছবি সাফল্য পেতেই সম্প্রতি পাহাড়ে ঘুরতে গেলেন তারকা দম্পতি। সেখান থেকেই একটি সুন্দর ছবি পোস্ট করেছেন তাঁরা। কিন্তু তা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ভক্তরা।
ছবিতে দেখা যাচ্ছে, একটি নির্জন নিরালা পাহাড়ি রাস্তা। চারিদিক কুয়াশাচ্ছন্ন। কুয়াশার চাদরে ঢাকা জঙ্গুলে পাহাড়ি রাস্তায় একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে করেছেন ভালবাসার উৎযাপন। আর সেই ছবি পরিচালক শেয়ার করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়। ছবি পোস্ট করে ক্যাপশনে বিরসা লেখেন, “ও যে মানে না মানা।” ব্যস, ছবি পোস্ট হতেই শুরু কটাক্ষের বন্যা। কেউ লিখেছেন, “এটা কি যাদবপুর নাকি?” কারও মন্তব্য, “এ সব ছবি কখনও ফেসবুকে দিতে হয়!” আরেকজন লিখেছেন, “সমাজমাধ্যমের পাতায় এমন ছবি পোস্ট করা কি উচিত?”
অনেকে আবার তাঁদের এই ভালোবাসার ছবি পছন্দও করেছেন। ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে রীতিমতো ভাইরাল। কয়েক ঘণ্টাতেই ২০০০-এর বেশি লাইক, অজস্র কমেন্ট। যদিও কোনও মন্তব্যেরই কোনও উত্তর দেননি তারকা দম্পতি। আপাতত তাঁরা ব্যস্ত পাহাড়ের অলিগলি আবিষ্কার করতে। বিদীপ্তার ঝুলিতে রয়েছে বেশ কিছু কাজ। সম্প্রতি কর্মসূত্রেই দীর্ঘ সময় তিনি ছিলেন বিদেশে। এ দিকে আগামী দিনে বিরসা কী করতে চলেছেন, এখনই খোলসা করতে নারাজ পরিচালক। সবটাই ক্রমশ প্রকাশ্য।