কলকাতা: পুরসভায় নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরসভার নিয়োগ মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্দেকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্যের সেই আর্জি খারিজ করে দেয়। এর ফলে পুরসভার নিয়োগ দুর্নীতিতে হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকছে।
দেশে ফিরতেই ফের আদালতের গেরোয় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে অব্যাহতি না দেওয়ার বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এদিন রাজ্যের সেই আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, পুরসভা নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ বহাল
এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেকের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই তদন্তে অন্তর্বর্তী রেহাই চেয়ে আনা রাজ্যের আবেদন নাকচ করেছিল কলকাতা হাইকোর্ট। তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে পশ্চিমবঙ্গ সরকার। এদিন সেই আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।