কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দ্বিতীয় রিপোর্টেও অখুশি ইউজিসি। বিশ্ববিদ্যালয়ের কাছে ফের রিপোর্ট চাইতে চলেছে ইউজিসি (UGC)। ব়্যাগিং একটি অত্যন্ত নিন্দনীয় ও গম্ভীর বিষয়। বিশ্ববিদ্যালয়কে ইউজিসি গাইডলাইন মানতে হবে যাতে বিশ্ববিদ্যালয় সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে। জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার।
ছাত্র মৃত্যুর ঘটনায় দু’দফায় রিপোর্ট জমা দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু দ্বিতীয় রিপোর্টে যে তারা সন্তুষ্ট নয় স্পষ্ট জানিয়ে দিল ইউজিসি। ছাত্রদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালকে ইউজিসি-র নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানিয়েছেন ইউজিসি-র চেয়ারম্যান। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবারই রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ৩১টি ফাইলে ইউজিসির ১২টি প্রশ্নের জবাব দিয়েছিলেন। কিন্তু সোমবার ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন, দ্বিতীয় দফার জবাবেও সন্তুষ্ট নন তাঁরা। তাই এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি দিতে চলেছে তারা। ছাত্র মৃত্যুর ঘটনায় তৃতীয় বার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জবাব তলব করতে চলেছে ইউজিসি।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বিরোধী কমিটির বৈঠক ডাকলেন উপাচার্য
ব়্য়াগিং নিয়ে কত্রৃপক্ষের বিরুদ্ধে একপ্রকাশ ক্ষোভ রয়েছে ইউজিসির। এম জগদেশ জানান, র্যাগিং একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। পড়ুয়াদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতেই হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। এ ব্যাপারে ইউজিসির নির্দেশিকা পালন করতে হবে। খুব শীঘ্রই আবার ইউজিসি চিঠি লিখবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। আরও বিশদে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি, কী কী পদক্ষেপ করা হয়েছে, তার জানতে চাওয়া হবে বলে মন্তব্য করেছেন ইউজিসির চেয়ারম্যান।
প্রথম বর্ষের ওই পড়ুয়ার মৃত্যুতে ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষে প্রশ্নের মুখও পড়তে হয়েছে। কর্তৃপক্ষের এড়িয়ে কী ভাবে হস্টেলে প্রাক্তনীরা দিনের পর দিন ধরে থাকছে। কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আঙুল উঠছে। এই ঘটনায় রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও ডিন অফ স্টুডেন্ডস রজত রায়কে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এনিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল ইউজিসি। গত সপ্তাহে ইউজিসিকে দ্বিতীয় দফায় উত্তর দেয় যাদবপুর। এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালযের নবনিযুক্ত উপাচার্য বলেন, অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।