কলকাতা: রাজ্যের সঙ্গে আলোচনা না করে একতরফা ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice Chancellor) নিয়োগ করছেন রাজ্যপাল (Governor)। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) গেল রাজ্য। রাজ্য সরকারের বক্তব্য, রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগের আগে শিক্ষা দফতরকে জানাচ্ছেন না। এই কাজ সম্পূর্ণ অবৈধ বলে শীর্ষ আদালতে অভিযোগ রাজ্য সরকারের।
রাজ্যপালের কর্ম পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছিল। তাদের বক্তব্য ছিল, রাজ্যপাল এভাবে উপাচার্য নিয়োগ বা বরখাস্ত করতে পারেন না। কিন্তু হাইকোর্ট জানিয়ে দেয়, রাজ্যপাল অবৈধ কিছু করেননি। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তিনি এক্তিয়ার লঙ্ঘন করেননি। তারপরেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের ভূমিকার তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রীও। এবার শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার।সোমবার সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুন:এবার র্যাগিং স্কুলের হস্টেলে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ