দুর্গাপুর: জমি (Land) সিন্ডিকেটের (Syndicate) লড়াই। শাসক দলের (Rulling Party) গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। সিন্ডিকেটের অফিসে তালা ঝোলালো গ্রামের লোকজন। ঘটনাস্থল দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছল বিশাল পুলিশ বাহিনী (Police Force)।
জানা গিয়েছে, জমি সিন্ডিকেট ঘিরে রয়েছে শাসক দলের গোষ্ঠী কোন্দল। জমি সিন্ডিকেটের লড়াইকে কেন্দ্র করে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। দুর্গাপুরের আরতি গ্রামের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছল ঘটনাস্থলে। ঘটনার সূত্রপাত জমি কেনাবেচা নিয়ে। কম পয়সায় জমি কিনে অনেক বেশি দামে এই সিন্ডিকেট মানুষকে বোকা বানিয়ে কেনা বেচা করছে বলে অভিযোগ। এই অঞ্চলে জমি যে কারোর হোক না কেন, কেনা বেচার লেনদেন করতে হবে একটি স্থানীয় সিন্ডিকেট অফিস মারফত।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে টাকি ও বাদুড়িয়া পুরসভার তথ্য চাইল ইডি
গ্রামবাসীদের দাবি, জমির কেনাবেচা যাই হোক না কেন সেটা দালাল ছাড়াই হোক। কেন অহেতুক এই ফড়েরা দাপিয়ে বেড়াবে। এই ঘটনার প্রেক্ষিতে ওই সংশ্লিষ্ট একটি সিন্ডিকেট অফিস তালা মেরে দিয়ে চলে যায় গ্রামের মানুষ। আর যাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। অভিযোগ, ওই সংশ্লিষ্ট জমি সিন্ডিকেট অফিসের লোকজন তৃণমূল নেতাদের নাম করে দাপিয়ে বেড়াই। যদিও সিন্ডিকেট অফিসের লোকজনের দাবি, তারাও তৃণমূল করে উচ্চ গ্রামের। বেশ কিছু তৃণমূল তাদের অফিসে তালা ঝুলিয়ে যায় এমনটাই অভিযোগ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি গ্রামবাসীদের। নতুন করে অশান্তি এড়াতে রয়েছে আরতি গ্রামে পুলিশ মোতায়েন। মফিজুল সেখ নামে এক গ্রামবাসীর কথায়, এখানে অনেক দিন ধরে সিন্ডিকেট রাজ চলছে। এখানে একটি কোম্পানি এসেছে তারা বলছে তাদেরকে জমি বিক্রি করতে হবে। না হলে অন্য কাউকে বিক্রি করতে পারবে না। আমরা সবাই চাইছি যাতে সিন্ডিকেট উঠে যায়। কম দামে জমি দিতে হবে। এখন সিন্ডিকেট দুভাগ হয়ে গিয়েছে। সিন্ডিকেট না থাক সেটাই চাইছি।