রায়পুর: আসন্ন লোকসভা ভোটের আগেই ছত্তিশগড়ের বিধানসভা ভোট (Chhattisgarh Assembly Vote 2023)। দিল্লি, পঞ্জাবের ছকে ছত্তিশগড়ের মানুষের মন জয় করতেই নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে আদমি পার্টি (এএপি)। শনিবার ছত্তিশগড়ের রায়পুরে একটি টাউন হল অনুষ্ঠানের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) তার ইস্তাহার প্রকাশ করলেন। সাধারণ মানুষের কল্যাণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।তিনি জোর দিয়েছিলেন, শিক্ষা,স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে। কেজরিওয়াল বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলির মিথ্যা প্রতিশ্রুতি দেয়, সেই জন্য তা পূরণে ব্যর্থ তারা। আপ সরকরা ছত্তিশগড়ের নাগরিকদের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে প্রতিশ্রুতি বদ্ধ।
আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি জিতলে ছত্তিশগড়ে দশটি “গ্যারান্টি” দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷এদিন দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, যদি ছত্তিশগড়ের মানুষ তাদের সুযোগ দেয় তো ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তাঁর সরকার ছত্তিশগড়ে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেবে। এমনকী নভেম্বর পর্যন্ত ছত্তিশগড়ে বকেয়া বিদ্যুৎ বিল মুকুব করার প্রতিশ্রুতি দিয়েছেন।সে রাজ্যের সরকারি স্কুলগুলির অবস্থার সমালোচনা করেছেন।রাজ্যর স্কুল গুলিকে আধুনিক করে তুলবেন। তিনি প্রাইভেট স্কুলে দুর্নীতির অবসান এবং আরও শিক্ষক নিয়োগের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করেন। চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়োগ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: পেঁয়াজের উপর ৪০ শতাংশ শুক্ল, দাম বাড়ায় চিন্তার ভাঁজ কপালে
রাজ্যের সব মানুষ যাতে সমান সঠিক চিকিৎসার সুবিধার বঞ্চিত না হয় সেটা সুনিশ্চিত করবেন। ছত্তিশগড়ের সরকারি হাসপাতালে চিকিসার পরিকাঠামো উন্নতি করবেন। রাজ্য জুড়ে ক্লিনিক মহল্লা গড়ে তোলার কথাও বলেন।রাজ্যে বেকারিত্ব দূর করবেন। রাজ্যে চাকরির সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবদের ৩ হাজার টাকা মাসিক সাহায্য দেওয়া হবে।18 বছরের বেশি বয়সী মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ টাকা মাসিক উপবৃত্তি দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
ছত্তিশগড় থেকে দুর্নীতি নির্মূল করার এবং স্বচ্ছ শাসন ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন।নাগরিকরা জীবনের মান উন্নত ও অগ্রগতি উপর জোর দিয়েছেন। কৃষক ও আদিবাসীদের কল্যাণের কথাও উল্লেখ করেন। কৃষক, আদিবাসীদের জন্য আরভিংয়ের আশ্বাস দেন। রাজ্যের সরকারি কর্মচারীদের নিরাপত্তা কথাও তুলে ধরেন।ছত্তিশগড়ের সৈন্যদের পরিবারের জন্সয ১ কোটি টাকা সম্মানী ঘোষণা করেছেন।বয়স্কদের জন্য তীর্থযাত্রার বিনামূল্যে করার প্রতিশ্রুতি দিয়েছেন। তীর্থযাত্রার সরকার সমস্ত খরচ বহন করবে বলে জানান।