কলকাতা: নিয়োগ মামলায় (Recruitment Scam) শনিবার শর্তসাপেক্ষে জামিন পেলেন নীলাদ্রি দাস (Niladri Das)। ৩০ হাজার টাকার বন্ডে জামিন দেয় আলিপুরে বিশেষ সিবিআই আদালত। নাইসা কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ওএমআর শিট কারচুপিতে অভিযুক্ত নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একের পর এক চক্রের হদিশ পায়। এই মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিক। এই নিয়ে গত ৭ দিনে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ৬ জন জামিন পেলেন। শনিবারই জামিন পেলেন ৫ জন। এর আগে ধৃত মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্যও জামিন পেয়েছেন।
গাজিয়াবাদ ও দিল্লিতে নাইসার দু’টি অফিস রয়েছে। দু’জায়গাতেই তল্লাশি চালায় সিবিআই। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছিল। গত মার্চ মাসে গাজিয়াবাদ থেকে সিবিআই গ্রেফতার করেছিল নীলাদ্রি দাসকে। সূত্রের খবর, নীলাদ্রির সঙ্গে হাত মিলিয়ে নম্বর কারচুপি করতেন এসেসসি(SSC)-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। নম্বর বদলানোর তালিকা নীলাদ্রিকে পাঠানো হত। সেই তালিকা অনুসারে নাইসার সার্ভারে নম্বর বদলে দিতেন নীলাদ্রি। অনেকের নম্বর কমেছে, আবার অনেকের নম্বর বেড়েছে।
আরও পড়ুন: হরিয়ানার সংখ্যালঘু মানুষেরা মমতাকে পাশে চাইছেন, জানালেন সামিরুল ইসলাম
এদিন আদালতে নীলাদ্রির আইনজীবী জানান, তার মক্কেলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্টের কোনও অভিযোগ নেই। চার্জশিটও হয়ে গিয়েছে। তদন্তে সব রকম সহযোগিতা করবেন। এর পর ৩০০০০ টাকার বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেন বিচারক।