কলকাতা: বৃষ্টি (Rain) নেই। মাঠ শুকিয়ে কাঠ। মার খাচ্ছে বর্ষাকালীন ধান (Paddy) চাষ (Agriculture)। তারই মধ্যে জানা গেল শুধু দক্ষিণবঙ্গ নয় পশ্চিমবঙ্গ (West Bengal) সহ সারা দেশে এই শতাব্দীর সব থেকে শুষ্ক অগাস্ট মাস হতে চলেছে এবছর। দেশের বেশিরভাগ অংশে পর্যাপ্ত বৃষ্টি হয়নি। এল নিনো এর জন্য আংশিক দায়ী বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে জানা গিয়েছে, ১৯০১ সালের পর থেকে এবছরই অগাস্ট মাসে সব থেকে কম বৃষ্টি হচ্ছে। যার ফলে ধান, সয়াবিনের মতো চাষ নষ্ট হতে পারে। ফলে এবছর খাদ্যের (Food) জোগানে ঘাটতি দেখা দিতে পারে।
ভার ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি (Economy) হতে চায়। তার জন্য বর্ষা অত্যাবশ্যক। এক আধিকারিকের কথায়, আশানুরূপ বর্ষা এবছর হচ্ছে না। দেশের দক্ষিণ, পশ্চিম এবং মধ্য অংশে বর্ষার বিপুল পরিমাণে ঘাটতি হতে চলেছে। এর আগে অগাস্ট মাসে সব থেকে কম বৃষ্টি হয়েছিল ২০০৫ সালে। সেবার বৃষ্টির পরিমাণ ছিল ১৯১.২ মিমি। এই মাসে গড়ে ১৮০ মিমি বৃষ্টিপাত পেতে চলেছে ভারত।
আরও পড়ুন: ফিরহাদ হাকিমের জামাই কংগ্রেসে যোগ দিলেন
আরও এক আধিকারিকের কথায়, অগাস্ট মাসে মূলত পাঁচ থেকে সাত দিন শুষ্ক অবস্থা বা বৃষ্টিপাতের ঘাটতি দেখতে পাওয়া যায়। মনে করা হচ্ছে এল নিনো ভারতের আবহাওয়ার উপর প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। উল্লেখ্য, এই গ্রীষ্মকালীন বৃষ্টি ভারতে চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে ভারতের অর্ধেকের বেশি জমিতে সেচের জলের সঙ্কট দেখা যায়। পয়লা জুন থেকে চাষিরা ধান, সয়াবিন, আখ, ভুট্টার চাষ শুরু করে দেন। কেরলে বর্ষা নামার শুরু থেকে তা শুরু করে দেওয়া হয়। এবার তা করা যায়নি। বিশেষ করে এই সময় বর্ষাকালীন ধান চাষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ধান