কলকাতা: শহরে ট্রাম বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার মেয়র বলেন, খিদিরপুর, পার্ক সার্কাস এবং বালিগঞ্জ ছাড়া কলকাতার বাকি সব এলাকায় ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হবে। সমস্ত সরু রাস্তায় ট্রাম চললে যানজট হচ্ছে। তাঁর মতে ট্রামকে এখন হেরিটেজ করে রাখা উচিত।
এদিন ছিল পুরসভার মাসিক অধিবেশন। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র জানান, “আদালতকে আমরা বলেছিলাম যে রাস্তায় উপরে তার নেই, সেখানে দুর্ঘটনা হচ্ছে। কিছু জায়গায় হেরিটেজের স্ট্যাটাস রেখে দিয়েছি। হাজরায় রেখে দেওয়া হচ্ছে। একসময় কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম চলত। আমরা ১২৮০টা ইলেকট্রিক বাস চেয়েছি। কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে বলে পুরো প্রকিয়া আটকে গিয়েছে। এখন মেট্রো রেল রয়েছে। তাই ট্রাম রাখা উচিত বলে আমি মনে করি।”
আরও পড়ুন: ফিরহাদ হাকিমের জামাই কংগ্রেসে যোগ দিলেন
ফুটপাত দখলদারি নিয়েও এদিন অধিবেশনে আলোচনা করা হয়েছে। ফিরহাজ বলেন, অভিযোগ এসেছে যে ফুটপাথ দখল করে রাখা হয়েছিল। যাঁরা দখল করে ছিলেন তাঁদের সরানোর কাজ চলছে। তবে তড়িঘড়ি করা উচিত নয়। এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছি। এছাড়াও ক্যানালে জমা জল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এপ্রসঙ্গে ফিরহাদ বলেন, সেচ দফতরকে চিঠি দেওয়া হয়েছে। ৪০টি রাস্তাযর উপর দিয়ে ক্যানাল যাবে না। তাহলে ক্যাবলের জঞ্জাল আর থাকবে না। ৪০টা রাস্তায় আমরা আকাশ মুক্ত করে দেব। পুরো রাস্তা করা সম্ভব নয়।