কলকাতা: এবার কলকাতাতে উত্তর প্রদেশের (Uttarpradesh) ধাঁচে বুলডোজার (bulldozer) চলল। খাস কলকাতাতে (Kolkata) শনিবার বিজেপি (BJP) নেতার ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুরসভার বিরুদ্ধে। বিজেপির দাবি, মন্ত্রী শশী পাঁজার বিরুদ্ধে থানায় অভিযোগ করার অপরাধে কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বিডন স্ট্রিটের (Beadon Street) বাসিন্দা দলীয় কর্মী সুনীল সিংহের ঘর ভেঙে দিয়েছে পুরসভা (Kolkata Municipality)। ভোট পরবর্তী হিংসা নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব অনেক দিন ধরেই সরব। অভিযোগ, শশী পাঁজার অনুগামীরা থানায় করা অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তাতে সুনীল সিংহ রাজি না হওয়াতেই এই কাণ্ড ঘটানো হয়েছে। পুরসভা কোনও নোটিস না দিয়েই এই কাজ করেছে বলে সুনীলের দাবি।
এদিকে এই ইস্যুকে ঘিরেই এদিন তুলকালাম ঘটে কলকাতা পুরসভায়। বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষ দলের অন্য কাউন্সিলরদের নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন কাউন্সিলরস ক্লাবে। সেখানে সুনীল সিংহও হাজির ছিলেন। তখনই একদল তৃণমূল কাউন্সিলর সজলদের উপর চড়াও হন বলে অভিযোগ। তাঁদের দাবি, কাউন্সিলরস ক্লাবে এভাবে বহিরাগতদের দিয়ে সাংবাদিক বৈঠক করা যায় না। তা নিয়েই দুই দলের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। তৃণমূলের অভিযোগ, সজলের নিরাপত্তা রক্ষীরা কাউন্সিলরদের গায়ে হাত দিয়েছেন। এমনকী কেন্দ্রীয় বাহিনী মহিলা কাউন্সিলরদের উপরও চড়াও হয়। সজল বলেন, কেন্দ্রীয় বাহিনীকে আমি কিছু বলতে পারি না। তাদের নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
আরও পড়ুন: মেট্রোয় নতুন প্রযুক্তি, কী কী সুবিধা পাবেন যাত্রীরা? পড়ুন
কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায় বলেন, কলকাতা পুরসভার ইতিহাসে এধরনের ঘটনা আগে কখনও হয়নি। মহিলা কাউন্সিলরদের গায়ে হাত দিয়েছে সিআইএসএফ। লিখিত অভিযোগ পাওয়ার পর বিজেপি কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী ব্যবস্থা, তা আমরা পরে জানাব। যাঁর বাড়ি ভাঙা হয়েছে সেই সুনীল সিংহ জানান, আমি বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। পাড়ার লোকজন খবর দিয়েছে যে আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। ওই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।