কালচিনি: নিটে সফল হয়ে তাক লাগিয়ে দিল আলিপুরদুয়ারের কালচিনি চা বলয়ের মেয়ে নিধি লামা। গরিব ঘরের এই তরুণীর সফলতার কাহিনী বাকিদের কাছেও অনুপ্রেরণা হতে পারে। নিধি এই মুহূর্তে কালচিনি চা বাগানের বুকিনবাড়ি এলাকায় আলোচনার কেন্দ্রে।
প্রথমবারের চেষ্টায় নিটে সাফল্য পাননি নিধি। তবে তিনি হাল ছেড়ে দেননি। অধ্যাবসায় ও একাগ্রতাকে সঙ্গী করে নিট পাশের জন্য পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। ইউটিউবে অনলাইন ক্লাস করে, বিভিন্ন বই সংগ্রহ করে পড়াশোনা করেছেন। আর তাতেই দ্বিতীয়বারের চেষ্টায় চমকপ্রদ সাফল্য পেল আলিপুরদুয়ারের এই মেয়ে।
কালচিনি চা বাগানের আউট ডিভিশনের বুকিনবাড়ির বাসিন্দা তিনি। জয়গাঁর একটি বেসরকারি সিবিএসই বোর্ডের স্কুল থেকে ২০২২ সালে ৮৮ শতাংশ নম্বর নিয়ে টুয়েল্ভ স্ট্যান্ডার্ড পাশ করেন। গোড়া থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল তাঁর। তাই নিট পরীক্ষার প্রস্তুতি নেবেন বলে কলেজেও ভর্তি হননি। তাঁর সেই লড়াই অবশেষে সফল হয়েছে। নিধি এবার নিট পাশ করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এমবিবিএসের প্রথম বর্ষে ভর্তি হয়েছেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। তাঁর বাবা নয়নদীপ লামা ছোট ঠিকাদারির কাজ করেন। মা সঞ্জু লামা অঙ্গনওয়াড়ি কর্মী। তাঁদের একমাত্র সন্তানের সাফল্যে দম্পতির চোখে খুশির জল।
নিজের এই সাফল্য প্রসঙ্গে নিধি বলেন, একাগ্রতা ও অধ্যবসায় থাকলে যে কেউ নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। আমি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আমি আরও পড়াশোনা করে একজন ভালো ডাক্তার হয়ে সমাজ ও মানুষের জন্য কিছু করতে চাই। এ জন্য আমার বাবা-মাও আমাকে অনেক সহযোগিতা করেছেন।