Placeholder canvas
কলকাতা সোমবার, ২১ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
জিন্দেগি ফির ভি ইয়াহাঁ খুবসুরত হ্যায়, গুলজারের জীবনমন্ত্র আনন্দেই মুক্তি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  রচনা মণ্ডল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ০৩:৩০:৩৬ পিএম
  • / ৭৪ বার খবরটি পড়া হয়েছে
  • রচনা মণ্ডল

কবি, লেখক, চিত্রনাট্যকার, গীতিকার এবং চলচ্চিত্র পরিচালক সম্পুরন সিং কালরা, ১৮ অগাস্ট  ৮৯ বছরে পা দিলেন। মাত্র ১০ বছর বয়সে রবীন্দ্রনাথের ‘গোরা’ পড়ে বাংলা সংস্কৃতিতে আকৃষ্ট হয়েছিলেন। সেই থেকেই শুরু হয় তাঁর নতুন পথ চলা। উর্দু ছাড়া তাঁর সবচেয়ে প্রিয় ভাষা ছিল বাংলা। ভালোবাসেন বাংলা ভাষার বই। ভারতের অন্যতম এই জনপ্রিয় কবি, গীতিকার এবং চলচ্চিত্র নির্মাতা সম্পূরন সিং কালরাই হলেন আসলে ‘গুলজার’। এই নামেই তিনি সকলের কাছে পরিচিত। কালরা কে, কেউ জানেন না। কিন্তু গুলজার কে, সকলেই জানেন।

তাঁর লেখা অত্যন্ত জনপ্রিয় বই ‘পান্তাভাতে’র শুরুতেই তিনি নিজের সম্পর্কে লিখেছেন,’ আমি আসলে একজন বাঙালি যে কিনা বাই চান্স জন্মে গেছি একটা পঞ্জাবি পরিবারে। রবীন্দ্রনাথ আমায়, বা আমি রবি ঠাকুরকে পাকড়েছিলাম সেই ক্লাস এইটে। আর তারপর থেকে বাংলা আমার ওপর, না কি আমি বাংলার ওপর ভর করলাম তা ঠিক বলতে পারব না।’ ওই বইতেই তিনি আরও লিখেছেন, ‘হিন্দির টানে ‘গরম চায়ে’ বলার চেয়ে গোল গোল মিষ্টি বাংলায় আমি ‘গরোম চা’ বলতেই বেশি পছন্দ করি।’ 

ক্লাস টেন পাস করার আগেই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র পড়ে ফেলেছিলেন গুলজার (Gulzar)। স্কুলে বাঙালি বন্ধুদের সঙ্গে বাংলাতেই কথা বলতেন তিনি। তখন থেকেই বাংলা শেখার নেশা পেয়ে বসে তাঁকে। পরবর্তীকালে স্ত্রীকে প্রেমপত্র লেখার সুবাদে ঝরঝরিয়ে বাংলা লিখতে ও পড়তে শেখেন। ছোটবেলাতেই ঠিক করে ফেলেছিলেন তিনি সাহিত্যিক হবেন। 

একবার সুবোধ ঘোষের ছোটগল্প অনুসরণে নির্মিত ‘ইজাজত’ ছবি তৈরির সময় খুব ভোরে রাহুল দেব বর্মনের বাড়িতে এসে হাজির হন গুলজার। ঘুম চোখে দরজা খুলে রাহুল দেখেন হাতে একটা ছেঁড়া কাগজ নিয়ে দাঁড়িয়ে আসছেন তিনি। দেখেই প্রমাদ গুনতে শুরু করেন রাহুল। গুলজার তাঁকে বলেন এই গানটায় সুর বসাতে। সারা রাত ধরে তিনি এটি লিখেছেন। পড়ার পরে রাহুল তাঁকে বলেন, তুমি তো এরপর কোনদিন খবরের কাগজের কাটিং এনে বলবে সুর করতে। গানটি ছিল ‘ মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়….’

ভারতীয় চলচ্চিত্রে ভিন্ন ধারার ছবির জন্ম দিয়েছিলেন গুলজার।বর্তমান পাকিস্তানে তাঁর জন্ম। ভারত ভাগের পর স্বপরিবারে ভারতে চলে আসেন তিনি। সেকারণে মনের ভিতরে দেশভাগের এক অব্যক্ত যন্ত্রণা বসে বয়ে বেড়িয়েছেন তিনি। ‘বন্দিনী’ সিনেমায় শচীনদেব বর্মণের সঙ্গে তাঁর কেরিয়ার শুরু। ইন্দিরা গান্ধীর জমানায় ‘আঁধি’ সিনেমা নির্মাণ করে কংগ্রেসের রোষানলে পড়েন গুলজার। কিছু দিনের জন্য রাজনৈতিক কলঙ্ক লেপনের চেষ্টার অভিযোগে ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার সহ চলচ্চিত্র ও সাহিত্য জগতের প্রায় সব পুরস্কার তাঁর ঝুলিতে রয়েছে।

তাঁর নির্মিত ছবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘মেরে আপনে’, ‘কোশিস’, ‘মাচিস’ ইত্যাদি। এছাড়া অসংখ্য গান এবং গানের সুর তাঁর দেওয়া। টেলিভিশনেও তিনি সমান দক্ষতার সঙ্গে কাজ করেছেন। প্রখ্যাত উর্দু কবি মির্জা গালিবের জীবনী নিয়ে একটি সিরিয়াল দূরদর্শনের জন্য তৈরি করেন গুলজার। যেখানে অভিনয় করেন নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতা। পতনোম্মুখ মুঘল সাম্রাজ্যের ভগ্নদশা চলাকালীন ধীরে ধীরে যখন ইংরেজরা দিল্লি সহ ভারতে আধিপত্য বিস্তার করছে সেই সময়ের জীবন্ত ছবি ধরা পড়েছে গালিবের এই জীবনীমূলক সিরিয়ালে। ইতিহাস, রাজনীতি ছিল গুলজারের চলচ্চিত্রের মূল বিষয়। গানের, কবিতায় ভাষা ও সুরে ছিল পাহাড়ি ঝরনার গতি। অত্যন্ত সহজ কথায় গান লিখতে পারতেন, আবার দরবারি উর্দুতেও ছিলেন সাবলীল, সছন্দ। সেলুলয়েডের যুগে রুপোলি পর্দায় জীবনের কবিতা লিখেছেন  যিনি তাঁর নাম গুলজার। 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

কেমন যাবে এপ্রিল মাসের এই সপ্তাহ
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
জঘন্য ফুটবল, সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
২০২৬ বিশ্বকাপ খেলবেন? বড় ঘোষণা মেসির
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
সোমবার এসএসসি ভবনের সামনে ধরনায় বসবেন চাকরিহারারা
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
অলৌকিক! মন্দির উদ্বোধনের আগেই দিঘায় ভেসে এল জগ্ননাথ মূর্তি
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
পাকিস্তানে আক্রান্ত হিন্দু মন্ত্রী, নিন্দা শেহবাজ শরিফের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
‘রাম-বাম’ তত্ত্বে বামেদের ব্রিগেড সমাবেশকে খোঁচা কুণাল ঘোষের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
নতুন করে অশান্তির খবর নেই, এখনও পর্যন্ত গ্রেফতার ২৮৯ : জঙ্গিপুর পুলিশ সুপার
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
খেলা হবের পাল্টা ‘নেমে খেলার ডাক’ সেলিমের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মুর্শিদাবাদ প্রসঙ্গে সম্প্রীতির বার্তা, ব্রিগেডে কী বললেন সেলিম?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ব্রিগেড থেকে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ অনাদি সাহুর
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
দার্জিলিং-এ বিকল্প রাস্তা চাইছে মোর্চা, কেন্দ্রকে চিঠি রোশন গিরির
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ভুল বোঝাবুঝি থেকে মারাত্মক ঘটনা ভাবতে পারছে না বিহারের বেতিয়ার পুলিশ লাইন
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
আজই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারে লিভারপুল!
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন রাহুল
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team