বর্ধমান: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রমৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিল বর্ধমান বিশ্ববিদ্যালয় (Burdwan University)। ছাত্রদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাস ও হস্টেলে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেলে ক্যামেরা বসাচ্ছে তারা। বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ পৃথক হস্টেল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছে প্রথম বর্ষের ছাত্রের। এরপরই উঠে আসে ব়্যাগিংয়ের তত্ত্ব। ওই হস্টেলে বহিরাগত ও প্রাক্তনীদের অবাদ যাতায়াতের কথাও উঠে এসেছে। এমনকি নেই কোনও সিসিটিভি ক্যামেরা। যার জেরে ওই রাতে কী ঘটনা ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রশ্ন উঠছে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং ও বহিরাগতদের রুখতে কড়া নজরদারি চালানো জন্যই নয়া সিদ্ধান্ত নিতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বহিরাগত রুখতে হস্টেলের প্রতিটি ঘরে নাম্বারিং করার পাশাপাশি সেখানে কোন কোন ছাত্র থাকছে তাঁর তালিকা তৈরি করা হবে। ওই তালিকা নোটিস বোর্ডে লাগানো হবে এবং হস্টেলের স্টুয়ার্ড, সুপার ও নিরাপত্তারক্ষীদের কাছে থাকবে। এবং সেই তালিকার বাইরে কারা হস্টেলগুলিতে ঢুকছে বের হচ্ছে তা নথিভুক্ত করা হবে রেজিস্টার বুকে।
আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানদের মেয়াদ স্রেফ ছ’ মাসের! হুঁশিয়ারি দিলেন কাজল শেখ
সহ উপাচার্য বলেন, যাদবপুরের ঘটনার পরই হস্টেল পরিচালনায় আমরা বৈঠক করেছি। নিরাপত্তার স্বার্থে সিসিটিভি নিয়ে আলোচনা হয়েছে। হস্টেলের ঢোকা-বেরনোর পথে যদি তা বসানো যায়। আর প্রথম বর্ষের ছাত্রদের আলাদা হস্টেলে রাখার জন্য চিন্তাভাবনা করছি। আগামী সোমবার অ্যান্টি র্যাগিং কমিটি ও অ্যান্টি র্যাগিং স্কোয়াড নিয়ে বৈঠকে হবে বলে তিনি জানান।