কলকাতা: বৃহস্পতিবার কলকাতায় পা রেখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এদিন সকালে প্রথমে রাজভবনে নেশামুক্ত ভারত অভিযান বলে একটি মাদক বিরোধী কর্মসূচির উদ্বোধন করেন তিনি। তার পর দুপুর দেড়টা নাগাদ গার্ডেনরিচ শিপবিল্ডার্সে (Garden Reach Shipbuilders) যান রাষ্ট্রপতি। সেখানে বিন্ধ্যগিরি (Vindhyagiri Ship) নামে ভারতীয় নৌবাহিনীর একটি নতুন যুদ্ধজাহাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিমানবন্দর থেকে তিনি সরাসরি যান রাজভবনে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C. V. Ananda Bose)। রাজ্যের তরফে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজভবনে মাদক বিরোধী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। ওই অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এরপর সেখানে মধ্যাহ্নভোজন সেরে দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ রাজভবন থেকে রাষ্ট্রপতি রওনা দেবেন গার্ডেনরিচের উদ্দেশে। দুপুরে মধ্যাহ্ণভোজ সেরে গার্ডেনরিচ শিপবিল্ডার্সে যান। সেখানেই নারকেল ফাটিয়ে, মালা পরিয়ে ‘বিন্ধ্যগিরি’জাহাজটির উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: বিজেপি প্রার্থীকে ফুল দিতে গিয়ে লাথি খেলেন প্রাক্তন জেলা সহ-সভাপতি
গার্ডেনরিচ থেকেই সরাসরি বিমানবন্দরে যান রাষ্ট্রপতি। বিকেল ৪টে নাগাদ রাষ্ট্রপতিকে নিয়ে দিল্লির উদ্দেশে উড়ে যাবে বায়ুসেনার বিমান। রাষ্ট্রপতির কলকাতা সফর উপলক্ষে এদিন কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়। শেষবার বাংলায় রাষ্ট্রপতি বাংলায় এসেছিলেন শপথ নেওয়ার পরপরই। তার এটা রাষ্ট্রপতির দ্বিতীয় সফর।