হায়দরাবাদ : বড়পর্দায় মুক্তির অপেক্ষায় সুপারস্টার রবি তেজা(Ravi Teja) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি টাইগার নাগেশ্বর রাও(Tiger Nageshwara Rao)।মুক্তি পেল ছবির অ্যাকশনে ভরপুর টিজার(Teaser)।ভামসি(Vamsee) পরিচালিত এই প্যান ইন্ডিয়ান ফিল্মে রবি তেজার সঙ্গে দেখা যাবে নূপুর স্যানন(Nupur Sanon) এবং গায়ত্রী ভরদ্বাজকে(Gayatri Bhardwaj)।অভিনয় করেছেন অনুপম খের(Anupam Kher),যিশু সেনগুপ্ত(Jissu Sengupta) ছাড়াও আরও অনেকেই।দশেরা উপলক্ষে আগামী ২০অক্টোবর সবকটি দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে টাইগার নাগেশ্বর রাও।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সুপারস্টার রবি তেজার নতুন ছবি টাইগার নাগেশ্বর রাও আসছে এবছর দশেরায়।যে ছবি নিয়ে রবি তেজার ভক্তমহলে চর্চা চলছে বেশ কয়েক বছর ধরেই।বছরের শুরুতেই ওয়াল্টার ভিরাইয়া-র মতো বিগ বাজেট ছবি দর্শকদের উপহার দিয়েছেন বিক্রম সিংহ খ্যাত অভিনেতা।যে ছবিতে রবি তেজার সঙ্গে দেখা মিলেছে মেগাস্টার চিরঞ্জীবীর।ওয়াল্টার ভিরাইয়া বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছে।ছবির বক্সঅফিস কালেকশন ছিল ২৪০ কোটি টাকা।এবার নতুন ছবি টাইগার নাগেশ্বর রাও রূপে হাজির রবি তেজা।ছবিতে এক দুর্ধর্ষ ডাকাতের চরিত্রে দেখা যাবে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির এই তারকাকে।ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যাননের বোন নূপুর স্যানন।গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গায়ত্রী ভরদ্বাজ,অনুপম খের,যিশু সেনগুপ্ত ছাড়াও দক্ষিণের বহু অভিনেতা-অভিনেত্রীকে। কয়েকদিন আগেই নির্মাতারা জানিয়েছিলেন, বৃহস্পতিবার প্রকাশ্যে আসবে টাইগার নাগেশ্বর রাও ছবির টিজার।অবশেষে এদিন হিন্দি সহ সমস্ত দক্ষিণী ভাষায় ছবির মুক্তি পেল।ছবিতে যে রবি তেজাকে একদম অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে ছবির টিজারেই তা বুঝিয়ে দিয়েছেন নির্মাতারা।ছবির অ্যাকশন দৃশ্য গুলিও হতে চলেছে ধুন্ধুমার।