কলকাতা: পড়ুয়ারা জীবনের বিনিময় অবশেষে টনক নড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের। একাধিক নির্দেশ জারি করলেন রেজিস্ট্রর স্নেহমঞ্জু বসু (Registrar Snehamanju Bose)। রাত ৮টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কেউ যদি ক্যাম্পাসে ঢুকতে চায় তাহলে তাকে বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিচয় পত্র দেখাতে হবে। যদি সে পরিচয় পত্র দেখাতে ব্যর্থ হয় তাহলে তাকে জানাতে হবে কার সঙ্গে দেখা করতে এসেছে। কি কারণে সে দেখা করতে চায়। গেটে রাখা রেজিস্টার বুকে নাম ও ফোন নম্বর নথিভুক্ত করতে হবে। দু চাকা ও চার চাকার গাড়ি ভিতরে প্রবেশ করলে তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের স্টিকার থাকতে হবে। যে গাড়িতে স্টিকার থাকবে না তার রেজিস্ট্রেশন নম্বর এটা জানাতে হবে। ড্রাইভারের পরিচয় পত্র দেখাতে হবে।
বাংলা বিভাগের ছাত্রের মৃত্যুর ঘটনায় র্যাগিং-এর অভিযোগ সামনে আসতেই প্রশ্নের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা। এবার সাংবাদিক বৈঠকে নিরাপত্তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রেজিস্ট্রার। এদিন রেজিস্ট্রার আরও জানান, ক্যাম্পাসের ভেতরে মাদক ও মদ নিয়ে প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ। যদি কেউ মাদক ও মদের সঙ্গে ধরা পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু গেটেই সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানালেন রেজিস্ট্রার। আপাতত নির্দিষ্ট কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা বসানোর আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু হস্টেলে সিসিটিভি ক্যামেরা বসবে কবে? এখনও স্পষ্ট জানাতে পারেনি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি
রেজিস্ট্রার জানিয়েছেন, সিসিটিভি নিয়ে সিদ্ধান্ত নেবে এক্সিকিউটিভ কাউন্সিল। আপাতত হস্টেল ও ক্যাম্পাসে গেটে সিসিটিভি বসানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে চিহ্নিত করে বসানো হবে সিসিটিভি। অন্যদিকে, হস্টেলে লগ বুক রাখার কথা জানিয়েছেন। হস্টেলে দিনের পর দিন প্রাক্তন ছাত্র বা বহিরাগতরা কীভাবে থাকতেন, তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে। আগেও ছিল খাতার কি কোনও গুরুত্বই ছিল না? সেই প্রশ্নও সামনে আসছে।
পড়ুয়ামৃত্যুর পর যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, তা হল সিসিটিভি। সেই ব্যাপারে কী বললেন রেজিস্ট্রার? তাঁর ব্যাখ্যা, সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়ার কথা এগজিকিউটিভ কাউন্সিলের। কিন্তু এখনই সেই এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা যাচ্ছে না। আপাতত তাই কিছু ‘স্ট্র্যাটেজিক’ জায়গা, যেমন হস্টেলের গেট, ক্যাম্পাসের বিভিন্ন গেট, সেখানের সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকরাই সিদ্ধান্ত নিয়ে যা করার করছেন। কিছুটা সময়ও লাগতে পারে, বার্তা রেজিস্ট্রারের।