সামশেরগঞ্জ: মুর্শিদাবাদে কংগ্রেসে বড়সড় ভাঙন। কংগ্রেস ছেড়ে তৃণমূলের পতাকা ধরলেন সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের তিনজন কংগ্রেসের জয়ী সদস্য রেজাউল করিম, বাপন দাস এবং সাবিনা খাতুন। বুধবার সামশেরগঞ্জের পুঠিমারীতে স্থানীয় তৃণমুল বিধায়ক আমিরুল ইসলামের হাত ধরে ওই তিন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা। এদিন উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহিদুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ।
এদিকে পঞ্চায়েত বোর্ড গঠনের মাত্র কয়েকদিনের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে। ওই পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল কংগ্রেসের প্রধান পদ প্রার্থীকেই সমর্থন করেন ওই কংগ্রেস সদস্যরা। অবশেষে বুধবার সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের হাতে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করলেন ওই কংগ্রেস সদস্যরা।
আরও পড়ুন: গঙ্গা ভাঙনের মুখে মালদার ভূতনির চর
মুর্শিদাবাদ কংগ্রেসরে শক্ত ঘাঁটি ছিল। ওই এলাকায় উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হন বাইরন বিশ্বাস। নির্বাচনের জয়ী হওয়ার পর কংগ্রেস বিধায়ক বাইরন তিনমাস পর যোগদেন তৃণমূলে। পঞ্চায়েত নিয়ে লাগাতার হিংসায় ছড়ি্য়ে ছিল মুর্শিদাবাদে। ভোটের দিন ঘোষণা, মনোনয়ন থেকে ভোটপর্বে অশান্তির চিত্র ধরা পড়েছে। একের পর এক খুন, বোমাবাজি, ভোটলুঠ সবই দেখেছে মুর্শিদাবাদবাসী।