বীরভূম: অনুব্রত মণ্ডলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। উনি আবার বেরিয়ে আসবেন। বীরভূম জেলাকে পথ দেখাবেন। একাদশতম বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদে শপথ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য কাজল শেখের। তিনি আরও বলেন, রাজনীতিটা পেশা হিসেবে নিইনি, এটা আমার নেশা। কোনওদিন কোনও কিছু নিইনি, নিতে দেবও না। আসন্ন লোকসভা নির্বাচনে জেলার দুটি লোকসভা কেন্দ্র বীরভূম ও বোলপুর ৩ থেকে ৪ লক্ষ ভোটে জিতবে জোড়াফুল। মিলিয়ে নেবেন। আমি কাজল শেখ বলছি। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদে বসে এমনই হুঙ্কার কাজলের।
বীরভূম জেলা পরিষদের পাশেই অস্থায়ী মঞ্চ বেঁধে দলগত ভাবে নব জেলা পরিষদের সভাধিপতি, সহ – সভাধিপতি ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে দলের নেতাদের উপস্থিতিতে কার্যত বিস্ফোক জেলা পরিষদের সভাধিপতি কাজল।
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গোষ্ঠীদের হাতছাড়া হল বীরভূম জেলা পরিষদ। বুধবার সকালে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল শেখ নানুরের পাপুড়ি গ্রামে তাঁর মায়ের পায়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে জেলা পরিষদের সভাধিপতি পদে শপথ গ্রহণ করলেন। এদিন বীরভূম জেলার সদর শহর সিউড়ি জেলা পরিষদের দফতরে হাজির ছিলেন বীরভূম জেলার জেলা পরিষদের ৫১ জন জয়ী প্রার্থী। বীরভূমের জেলাশাসক বিধান রায় শপথ বাক্য পাঠ করান কাজলকে। পাশাপাশি বীরভূম জেলা পরিষদের সহ-সভাপতি হলেন স্বর্ণলতা সোরেন।
আরও পড়ুন: বিজেপির সদস্যকে হেনস্তা, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের
খুব স্বাভাবিকভাবেই জেলা পরিষদের সামনে শপথ নেওয়ার পর তৃণমূলের তরফে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নব জেলা পরিষদের সভাধিপতি এবং জেলা পরিষদের সহ-সভাপতি সহ জেলা পরিষদের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন শপথ গ্রহণ করার পর কাজল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এগিয়ে যাবে বীরভূম জেলার সার্বিক উন্নয়ন। জেলার অন্যান্য আধিকারিকরা রয়েছেন সকলের পরামর্শ নিয়েই বীরভূম জেলাকে আরও কীভাবে ত্বরান্বিত করা যায় এটাই আমাদের প্রথম লক্ষ্য।