দুবাই : আমেরিকা(USA) ও ইউরোপের(Europe) পর এবার আরবেও(UAE) শুরু হয়ে গেল কিং খানের(King Khan) জওয়ান(Jawan) ম্যানিয়া।আগামী ৭ সেপ্টেম্বর ভারতের পাশাপাশি বিশ্বের বহু দেশে মুক্তি পাবে অ্যাটলি কুমার(Atlee Kumar) পরিচালিত ছবি জওয়ান।জার্মানি ও নেদারল্যান্ডের মতো ইউনাইটেড আরব আমিরশাহীতেও জওয়ান নিয়ে বাদশা ভক্তদের উন্মাদনা রয়েছে তুঙ্গে।বড়পর্দায় মুক্তির ২১দিন আগে ১৫ অগস্ট থেকেই ইউ এ ই(UAE)তে শুরু হয়ে শোনা যাচ্ছে শুরু হয়ে গিয়েছে জওয়ান ছবির অগ্রিম বুকিং।বিভিন্ন মাল্টিপ্লেক্স গুলিতে মঙ্গলবার প্রথম দিনেই নাকি যথেষ্ঠ সারা ফেলেছে জওয়ান-এর অ্যাডভান্স বুকিং রেকর্ড। সোশ্যাল সাইটে এমনটাই সুখবর জানিয়েছেন,শাহরুখ ভক্তরা(Shahrukh Fan Club)।দুবাই সহ গোটা আরবদেশ জুড়ে শাহরুখ খানের যে দারুণ জনপ্রিয়তা তা বলার অপেক্ষা রাখে না।এমনকি কিং খানকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নির্বাচিত করেছে দুবাই টুরিজম । এর আগেও বলিউড বাদশার একাধিক ছবি সেদেশে দারুণ ব্যবসা করেছে।তালিকায় রয়েছে কিং খানের স্পাই থ্রিলার ফিল্ম পাঠানও।এবার আরবের মরুশহর দুবাই ও অন্যান্য শহরে বক্সঅফিসে ঝড় তুলবে জওয়ান।
অ্যাটলি কুমার পরিচালিত শাহরুখ খানের এই নতুন ছবি নিয়ে দর্শকদের আগ্রহর শেষ নেই।ইতিমধ্যেই তা প্রমাণ হয়ে গিয়েছে।জওয়ান এর নতুন গান ছালেয়া দারুণ পছন্দ করেছেন দর্শক।যে গানে রোম্যান্টিক মেজাজে দেখা মিলেছে শাহরুখ ও নায়িকা নয়নতারার।অনিরুদ্ধ রবিচন্দ্রর সুরে যে গান গেয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও।ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা,সুনীল গ্রোভর,প্রিয়মণি,ঋধি ডোগরা,সঞ্জিতা ভট্টাচার্যকে। স্পেশাল অ্যাপিয়ারেন্সে থাকছেন দীপিকা পাডুকোন।ক্যামিও রোলে দেখা যাবে সঞ্জয় দত্ত,বিজয় তলপতিকে।থাকছেন বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির আরও বহু তারকা।আগামী ৭ সেপ্টেম্বর ভারতের পাশাপাশি বিশ্বের বহু দেশে মুক্তি পাবে জওয়ান।ইতিমধ্যেই আমেরিকা ও ইউরোপ সহ ইউনাইটেড আমিরশাহিতে শুরু হয়ে গিয়েছে ছবির অ্যাডভান্স বুকিং। মাই নেম ইজ খান থেকে রা-ওয়ান কিংবা ডন ২।এর আগেও বারবার শাহরুখের ছবি নিয়ে বিদেশে উন্মাদনা দেখা গিয়েছে।ওভারসিজে দারুণ সাফল্য পেয়েছে কিং খানের আগের ছবি পাঠানও।এবার বিশ্বজুড়ে ঝড় তোলার জন্য প্রস্তুত জওয়ান।ছবির অগ্রিম বুকিংয়ের ছবিতেই যা স্পষ্ট হয়ে গিয়েছে।শোনা যাচ্ছে,নেদারল্যান্ডের বেশ কিছু সিনেমাহলে শাহরুখ ভক্তরা ছবি প্রদর্শনের আগে বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করতে চলেছেন।যা নাকি আরও বড় আকর্ষণ হতে চলেছে।