কলকাতা: স্বাধীনতা দিবস কেবল একটি উৎসবের দিন নয়। যারা দেশের জন্য ত্যাগ সাধন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর এটাই উপযুক্ত দিন। ৭৭ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসস শিবাঙ্গণম।
হাইকোর্ট সহ নিম্ন আদালতের শূন্য পদ পূরণে সক্রিয় পদক্ষেপ করা হচ্ছে। তিনটি পকসো আদালত ইতিমধ্যেই চালু হয়েছে। আরও ন’টি পকসো আদালত রাজ্য সরকারের সহায়তায় শীঘ্রই চালু হবে বলে আশা করা যায়।। এ কথা জানিয়ে তিনি তথ্যসহ দাবি করেন, চলতি বছরে মামলা নিষ্পত্তির হার উল্লেখনীয় হারে বৃদ্ধি পেয়েছে। লিগ্যাল অ্যাওয়ারনেস শিবিরের সংখ্যা চলতি বছরে প্রায় বারো হাজার বলেও তিনি জানান।
আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে ফেরার বেশ কয়েকজন পড়ুয়া
কুড়ি বছরের পুরনো মামলা নিষ্পত্তি করার জন্য বিশেষ ডিভিশন বেঞ্চকে দায়িত্ব দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বকেয়া এবং করার মতো কাজের পরিমাণ বিপুল। তাই বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত সকলকেই হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।