নদিয়া: কংগ্রেস কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের উপর এলোপাথাড়ি গুলি ছোরার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছে তিন মাসের শিশু সহ ১৫ জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার গোবিপুরে।
আহতদের পরিবারের অভিযোগ, গতকাল রাতে কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িতে পরপর গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর জেরে জখম হয় তিন মাসের শিশু সহ ১৫ জন। আহতদের উদ্ধার করে নদিয়ার বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। কিন্তু সেখান অবস্থার অবনতি হলে তাঁদেরপ শক্তিনগরের স্থানান্তরিত করা হয়। অভিযোগ, হরনগর পঞ্চায়েত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছাপ্পা ভোট করে। কিন্তু ওই পঞ্চায়েতে জিতেছে কংগ্রেস। সেই সময় বাঁধা দেওয়ার চেষ্টা করেছিল। তারপর থেকেই তাঁদের উপর আক্রোশ ছিল, এর জেরেই এই ঘটনা বলে দাবি কমগ্রেসের।