কলকাতা: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিং রুখতে এবার রাজ্যস্তরে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিল উচ্চশিক্ষা দফতর। সোমবার এই মর্মে উচ্চশিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। কমিটির মাথায় থাকবেন পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের চেয়ারপারসন। একজন শিক্ষাবিদ হবেন ভাইস চেয়ারপারসন। উচ্চশিক্ষা কমিশনার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর থেকে মনোনিত একজন হবেন কমিটির সদস্য। কমিটি বৈঠক করবে ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি খতিয়ে দেখবে। উপাচার্য ওই কমিটির কাছে ব়্যাগিংয়ের বিষয়ক যাবতীয় তথ্য প্রদান করবেন। জেলাস্তরেও একই ভাবে কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞতিতে।
এদিকে আজই যাদবপুর কাণ্ডে পুনর্নির্মাণ করানো হল। এখনও পর্যন্ত এই ঘটনায় ধৃত তিনজনকে নিয়ে গিয়ে করানো হয়েছে পুনর্নির্মাণ প্রক্রিয়া। ডিসি এসএসডির নেতৃত্বে হোমিসাইড ও যাদবপুর থানার আধিকারিকরা ধৃতদের নিয়ে গিয়ে এই পুনর্নির্মাণ করিয়েছেন।
উল্লেখ্য, ঘটনার পাঁচদিনের মাথায় সোমবার বিশ্ববিদ্যালয়ে আসেন রেজিস্ট্রার (Jadavpur University Registrar) স্নেহমঞ্জু বসু। তিনি বলেন, উপাচার্য না থাকলে বিশ্ববিদ্যালয়ে নানা প্রশাসনিক সমস্যা হয়। সব সিদ্ধান্ত নেওয়া এবং অনুমোদন দেওয়ার ক্ষমতা তো আমাদের হাতে থাকে না। গত মার্চেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের মেয়াদ শেষে ইস্তফা দেন সুরঞ্জন দাস। অস্থায়ী উপাচার্য হিসাবে যাদবপুরেরই ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ দত্তকে নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু এরপর ৪ অগাস্ট অমিতাভকেও ইস্তফা দিতে হয় রাজ্যপালের নির্দেশে। তারপর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতেই গত সপ্তাহে ঘটে ওই ঘটনা। ছাত্র মৃত্যু নিয়ে মুখ খোলায় রাজ্যপাল তথা আচার্য রাজ্যের রোষের মুখে পড়েন।