কাকদ্বীপ: আবারও বঙ্গোপসাগরে ট্রলার ডুবি। চলতি মাসে এই নিয়ে দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটল বঙ্গোপসাগরে। বুধবার রাতে এফবি ফতেমা নামের ওই ট্রলারটি ঢেউয়ের মুখে পড়ে। উদ্ধার করা হয়েছে মৎস্যজীবীদের।
গত ২১ জুন পাথরপ্রতিমা মৎস্য বন্দর থেকে ১৬ জন মৎসজীবিকে নিয়ে ফতেমা নামক ওই ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দেয়। বাংলাদেশ সীমান্তের কাছে মৎস্যজীবীরা যখন মাছ ধরছিলেন, তখনই হঠাৎই ঢেউয়ের ধাক্কায় ভেঙে যায় ওই ট্রেলার। এরপর জল ঢুকে ধীরে ধীরে ডুবতে যায় ট্রলারটি।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে ডুবল ট্রলার, নিখোঁজ ১০ মৎস্যজীবী
প্রাণে বাঁচাতে ওই ট্রলারে থাকা ১৬ জন মৎসজীবি ঝাঁপ দেন সমুদ্রে। এরপর তাঁদের সঙ্গে মাছ ধরতে অন্যান্য সোলার গুলি এগিয়ে আসে। উদ্ধার করা হয় ওই ১৬ জনকেই। তবে, ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
চলতি মাসেই ১৪ তারিখ নাগাদ বকখালির কাছে সমুদ্রে আরও একটি ট্রলার উল্টে দুর্ঘটনা ঘটে। তাতে নিখোঁজ হয়েছিলেন ১০ জন মৎস্যজীবী।