কলকাতা: অভিনয় হোক কিংবা ব্যক্তিগত কারণ, সর্বদাই শিরোনামে থাকেন পরীমণি। বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী (Actress) পরীমণিকে (Pori Moni) নিয়ে উত্তেজনা তুঙ্গে৷ তাঁকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। ১০ অগাস্ট বৃহস্পতিবার ছিল পরীর ছেলে রাজ্যের ১ বছরের জন্মদিন। ছেলের জন্মদিনের অনুষ্ঠানের কোনও ত্রুটি রাখেননি তিনি। ১৫ লাখ টাকা খরচ করে বেশ ধুমধাম করেই তা পালন করেছেন অভিনেত্রী। কিন্তু, তাও যেন আক্ষেপের সুর অভিনেত্রীর মুখে৷
আইনত বিচ্ছেদ না হলেও শরিফুল রাজের সঙ্গে এখন আর থাকছেন না পরীমণি। মে মাস থেকেই তাঁরা আলাদা থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি জানিয়েছেন, “ছেলের জন্মদিনের আয়োজন করতে মোট ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।” পাশাপাশি তিনি জানান ছেলের জন্মদিনের প্রতিটা মুহূর্তে তিনি রাজকে কতটা মিস করেছেন।
আরও পড়ুন:Ayush Das | ‘তোপসে’ আয়ুষ এবার হিরো! বিপরীতে হিরোইন কে?
পরী আক্ষেপের সুরে বলেন, আজ খুব কেঁদেছি আর ভেবেছি, কেন এমনটা হল, এমনটা তো হওয়ার কথা ছিল না৷ একা একাই সবকিছু সামলাতে হচ্ছে৷ ছেলের প্রথম জন্মদিন নিয়ে অনেক স্বপ্ন ছিল। ভেবেছিলাম মা-বাবা ছেলেকে নিয়ে একসঙ্গে ছবি তুলব। সেসব আর হল না। ভগবান ওসব আমার ভাগ্যে রাখেননি হয়তো। অভিনেত্রীর কথায়, ছেলের জন্মদিন পালন করার জন্য প্রত্যেক মাসেই একটি পরিমাণ জমাতেন তিনি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলেন। প্রথমে এই পরিকল্পনার সঙ্গে রাজ জড়িত থাকলেও পরবর্তীতে তাঁর আর কোনও ভূমিকা ছিল না বলেই দাবি করেন অভিনেত্রী।