রামপুরহাট: সাম্প্রতিক কালে ওড়িশার (Odisha) রেল দুর্ঘটনায় তোলপাড় হয়েছিল। যে শব্দ সবথেকে বেশি চর্চায় এসেছিল তা হল ‘হিউম্যান এরর’। এবার এই রাজ্যেই চরমতম হিউম্যান এররের অভিযোগ উঠল। ট্রেন চালকের বিরুদ্ধে মদ্যপান করে ট্রেন চালানোর অভিযোগ উঠল। এমনকী তাঁকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল। তাঁর সঙ্গীর বিরুদ্ধেও মত্ত অবস্থায় থাকার অভিযোগ উঠল। পরে অন্য চালক দিয়ে চালানো হল ট্রেন। অভিযুক্ত দুই চালককে পাঠানো হয়েছে মেডিক্যাল টেস্টের জন্য। প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে রইল হাওড়া-জয়নগর প্যাসেঞ্জার ট্রেন (Howrah-Jaynagar Passenger)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে (Rampurhat)।
মঙ্গলবার বিকেল ছ’টা নাগাদ রামপুরহাট রেল স্টেশন থেকে জয়নগরের উদ্দেশে রওয়ানা দিয়েছিল ডাউন হাওড়া-জয়নগর প্যাসেঞ্জার ট্রেনটি। ট্রেনের চালক ছিলেন সঞ্জয় কুমার। তিনি সাহেবগঞ্জের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তাঁর সঙ্গী ছিলেন রাহুল কুমার।
আরও পড়ুন: চাঁদপুরের ‘অপহৃত’ কংগ্রেস ও আরএসপির তিন প্রার্থী বহরমপুর আদালতে গোপন জবানবন্দি দিলেন
রামপুরহাট রেলগেটের পর সিগন্যাল পোস্টও পেরিয়ে যায় ট্রেনটি। তার পরেই ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপর বেশ কিছুক্ষণ পর ট্রেনটিকে রামপুরহাটের দিকে পিছিয়ে নিয়ে আসা হয়। তাতে ট্রেনের যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে রামপুরহাট রেল স্টেশনের আধিকারিকরা ট্রেনের ইঞ্জিন রুমে আসেন। ইঞ্জিন থেকে দুই চালককে নামিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পরে অন্য চালক দিয়ে ট্রেনটিকে জয়নগরের উদ্দেশে চালানো হয়। তবে কী কারণে এই ঘটনা সেটা স্পষ্ট করে জানা যায়নি। ট্রেনের যাত্রীদের একাংশের দাবি, ওই দুই চালক মদ্যপ অবস্থায় ট্রেন চালাচ্ছিলেন, তাতেই বিপত্তি।