নয়াদিল্লি: সাংসদ পদের সঙ্গেই পুরনো বাংলোও ফিরে পাচ্ছেন রাহুল গান্ধী। তবে সেখানে তিনি আর ফিরবেন কিনা সে সিদ্ধান্ত নেননি রাহুল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাহুল বলেছেন, গোটা ভারতই তাঁর ঘর। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সাংসদ হিসেবে দিল্লিতে একটি বাংলো পাওয়ার অধিকারী দলের নেতা। সেই মতো এস্টেট অফিস থেকে সরকারিভাবে তাঁকে বাংলো অ্যালট করার কথা জানানো হয়েছে। রাহুলকে তাঁর আগের বাংলো ১২ তুঘলক রোডের বাসস্থান দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রাহুলকে যে বাংলো থেকে বিতাড়িত করা হয়েছিল, তিনি আর সেখানে ফিরবেন কিনা তা ঠিক করেননি। এনিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর হাতে ৮ দিন সময় আছে বলে কংগ্রেস সূত্র জানিয়েছে।
অন্যদিকে, রাহুল গান্ধী তাঁর সংসদীয় কেন্দ্র কেরলের ওয়েনাড়ে যাবেন বাদল অধিবেশনের শেষে আগামী ১২-১৩ অগাস্ট। সাংসদ পদে পুনর্বহালের পর এটাই হবে তাঁর প্রথম ওয়েনাড় সফর। দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল মঙ্গলবার একথা জানিয়েছেন। এক টুইটে বেণুগোপাল লিখেছেন, ওয়েনাড়ের মানুষ তাঁদের জনপ্রতিনিধিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ওয়েনাড়ের মানুষ জানেন গণতন্ত্রের জয় হয়েছে। তাঁদের কথা সংসদে তুলে ধরার মানুষ এসে গিয়েছেন। রাহুল গান্ধী কেবল তাঁদের এমপি নন, ওয়েনাড়ের মানুষের পরিবারের সদস্য।
আরও পড়ুন: ৩ দিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, দেখা করলেন কুড়মি নেতৃত্বের সঙ্গে
উল্লেখ্য, এদিন লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর বিতর্কের শেষে দিনের মতো সভা মুলতুবি হয়ে যায়। ফের আগামিকাল আলোচনা শুরু হবে বেলা ১১টায়। খুব সম্ভবত বুধবার লোকসভায় অনাস্থা বিতর্কে ভাষণ দেবেন রাহুল। এদিন শুরুতে কংগ্রেসের গৌরব গগৈ, বিজেপির নিশিকান্ত দুবে, তৃণমূলের সৌগত রায়, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, বিজেপির কিরেন রিজিজু, ডিএমকে-র সাংসদ বালু প্রমুখ বক্তব্য রাখেন।