কলকাতা : বড়পর্দায় বাংলা ছবির ব্যবসা যে খুব একটা আশাব্যাঞ্জক নয় তা তা বোধহয় টলিউড শিল্পীরা এতদিনে অনেকটাই বুঝে গেছেন। সাম্প্রতিককালে হাতেগোনা কয়েকটা ছবি ছাড়া দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে সফল হয়নি অনেক ছবি। তাই ছবির পাশাপাশি এখন ওয়েব সিরিজে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন টলিউডের তাবড় তাবড় অভিনেতারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায়,ঋত্বিক চক্রবর্তী,অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায় সহ অনেকেই এখন এই পথে হাঁটছেন। ইতিমধ্যেই প্রসেনজিৎ টলিউড ছেড়ে আরব সাগরের পাড়ে পাড়ি দিয়েছেন। সেখানেই তিনি একটার পর একটা সিরিজে কাজ করে চলেছেন।
এমন অবস্থায় টালিপাড়ার বেশকিছু নামি তারকা ওয়েব সিরিজের চুটিয়ে অভিনয় করছেন। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে আরও একটি নাম। তিনি হলেন মিমি চক্রবর্তী। বাদ নেই স্বস্তিকা মুখোপাধ্যায়ও। বড় পর্দার পাশাপাশি এবার মিমি চক্রবর্তীকেও ওয়েব সিরিজে দেখা যাবে বলে সিনে জগতের অন্দরে গুঞ্জন উঠেছে। একটি সূত্রের খবর
‘হইচই’ প্লাটফর্মের একটি নতুন ওয়েব সিরিজের জন্য নাকি মিমির কাছে অফার গেছে। তাতে নাকি তিনি সম্মতি ও জানিয়েছেন। এমনকি শোনা যাচ্ছে মিমির বিপরীতে থাকবেন টোটা রায়চৌধুরী। প্রসঙ্গত, টোটার প্রথম সিরিজ ‘নিখোঁজ’ অগস্ট মাসেই মুক্তি পাচ্ছে। এই সিরিজেই তাঁর সঙ্গে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। বুল বুল
অন্যদিকে মিমি-টোটা জুটি বাঁধবেন রায় পরিচালিত একটি আসন্ন সিরিজে।
আসন্ন পুজোয় মুক্তি পাবে মিমি চক্রবর্তীর ‘রক্তবীজ’ ছবি। যেখানে তাঁকে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে। খাগড়াকার বিস্ফোরণের প্রেক্ষাপটে এই ছবি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।