কলকাতা: হৃদরোগে আক্রান্ত (Heart Attack) সলমনের খানের (Salman Khan) ‘বডিগার্ড’ সিনেমার পরিচালক (Director) সিদ্দিক ইসমাইল। সোমবার বিকেলে তাঁকে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। বর্তমানে কোচির অমৃতা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনেকদিন ধরে তিনি নিঊমোনিয়া এবং লিভারের সমস্যায় ভুগছেন সিদ্দিকি। এর মধ্যেই আবার হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। এই মুহূর্তে তাঁকে একমো সাপোর্টে রাখা হয়েছে। যার অর্থ এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেন (Extracorporeal membrane oxygenation)। তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশন লেভেল অত্যন্ত কমে গিয়েছে। সেই কারণেই একমো সাপোর্ট দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বুধবার তাঁর শারীরিক অবস্থা এব চিকিৎসার পরিকল্পনা নিয়ে একটি বৈঠক হতে পারে। তার উপরেই ভিত্তি করেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। এদিকে, সিদ্দিকের অসুস্থতার খবরে চিন্তিত তাঁর অনুরাগীরা। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।
আরও পড়ুন:Don 3 | Shahrukh Khan | কেন বাদ শাহরুখ,ভক্তদের রোষানলে ‘ডন ৩’
তিন দশকেরও বেশি সময় ধরে মালায়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সিদ্দিক। শুধু পরিচালনা বা চিত্রনাট্য লেখার কাজই নয়, অভিনয়ও করেছেন তিনি। ১৯৮৬ সালে চিত্রনাট্যকার হিসেবে বড় পর্দায় কাজ শুরু করেন সিদ্দিক ইসমাইল। ১৯৮৯ সালে মালায়ালাম ভাষার ‘রামজি রাও স্পেকিং’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ২০০৪ সালে ‘হুলচুল’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সিদ্দিক। কিন্তু খুব একটা সাড়া ফেলতে পারেননি সিনেমাটি। ২০১১ সালে নির্মাণ করেন ‘বডিগার্ড’ সিনেমা। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুন সাফল্য মেলে। সিদ্দিকির অন্যান্য সিনেমাগুলি হল- ‘গডফাদার’, ‘কাবুলিওয়ালা’, ‘হিটলার’, ‘ফ্রেন্ডস’, ‘ভিয়েতনাম কলোনি’ প্রভৃতি।