হাওড়া: বেহালা, হেস্টিংসের পর এবার উলুবেড়িয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। সোমবার কুলগাছিয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে ফ্লাইওভারে একটি গাড়িকে ধাক্কা মারে ট্রেলার। ওই গাড়িটির তিন আরোহীই ঘটনাস্থলে মারা যান। নিহতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। ট্রেলারটি ওই ছোট গাড়িটিকে একেবারেপিষে দিয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িটি কলকাতার দিকে আসছিল। সেটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে আরোহীদের দেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনার পর এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার বেহালার চৌরাস্তার বড়িশার স্কুলের সামনে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ছোট্ট সৌরনীলের। ওই খুদে স্কুল পড়ুয়ায়র মৃত্যুতে নাড়িয়ে দিয়েছিল সকলকে। সৌরনীলের মৃত্যুই কলকাতার ট্রাফিক ব্যবস্থার বর্তমান হাল কি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এরপরই যান নিয়ন্ত্রণ নিয়ে নড়েচড়ে বসে কলকাতা ট্রাফিক পুলিশও। পুলিশের তরফে নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। পড়ুয়া ও অভিভাবকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই সেখানে এই ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: যৌন নিগ্রহে নাবালিকার মৃত্যু, প্রতিবাদে পথে পড়ুয়ারা
অন্যদিকে ওইদিন রাতে হেস্টিংস থানা এলাকায় দ্বিতীয় হুগলিতে এক হোটেল কর্মীর মৃত্যু হয় লরির ধাক্কায়। কলকাতা পুলিশের তরফে বারবার সেভ ড্রাইভ সেফ লাইফের প্রচার চালানো হয়েছে। প্রচারের সত্ত্বেও হুঁশ ফিরছে না মানুষের। কিন্তু নিরাপত্তা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। শহরে তথা রাজ্যে একের পর দুর্ঘটনা প্রশ্ন তুলেছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার দিকে।