কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) পর থেকে রাজনৈতিক হিংসায় জেলায় জেলায় ঘরছাড়া বিরোধী দলের বহু নেতা-কর্মী। অনেকেই আশ্রয় নিয়েছেন পড়শি রাজ্যে। এই ঘরছাড়া নেতা-কর্মী এবং তাদের পরিবারদের নিরাপত্তার দাবিতে মামলাও হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এবার তাদের বাড়ি ফেরানো নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি, নারায়ণগড় ও শালবনি ব্লকে বিরোধী দলের ২৩২ জন প্রার্থীকে আদালতের নির্দেশে নিরাপত্তা দেওয়া হয়েছে। তাদের কীভাবে নিরাপত্তা দেওয়া তা জানতে চায় আদালত। বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য, নিরাপত্তা আগেই দিতে বলা হয়েছিল। কিন্তু তারপরেও কেন সমস্যার সমাধান হয়নি, তা জানাতে হবে এসপিকে। এখন পর্যন্ত কতজনকে বাড়ি ফেরানো হয়েছে, যাদের ফেরেনি যায়নি, তা কারণ কী, জানতে চাওয়া হয়েছে তাও। ওই ঘরছাড়াদের জন্য আর কী কী পদক্ষেপ করা হয়েছে, আদালতের সমস্ত প্রশ্নের জবাব হলফনামার আকারে ৪ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন: অভিষেককে নিয়ে অশালীন টুইট, বিতর্কের মুখে সেলিম
পঞ্চায়েত ভোটের আগে থেকেই বিভিন্ন জেলায় যে হিংসা শুরু হয়েছিল, ভোট মিটলেও তা অব্যাহত থেকে গিয়েছিল। এমনকি এই মুহূর্তে যখন নতুন বোর্ড গঠনের প্রত্সুতি তুঙ্গে, তখনও জেলায় জেলায় হিংসা চলছে। জয়ী বিরোধী প্রার্থীদের শাসকদলের জোড় করে যোগ দেওয়ানোর অভিযোগ উঠছে। তা নিয়েও মামলা হয়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের ওই তিন ব্লকের ৯ টি থানা এলাকার সমস্ত ভোট গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি সিনহা।