কলকাতা: রাজ্যে তৈরি হবে শিক্ষা কমিশন (Shikhya Commission)। স্বাস্থ্য কমিশনের ধাঁচে এই কমিশন হবে। এমনই সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা (Cabinet)। সোমবার নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সিদ্ধান্ত হয়েছে ওই কমিশনের নেতৃত্বে থাকবেন অসরপ্রাপ্ত একজন বিচারপতি। এছাড়া থাকবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। তাছাড়া সেখানে শিক্ষামন্ত্রীর মনোনীত দুজন প্রতিনিধি থাকবেন। মূলত বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ করবে ওই কমিটি। শুধু তাই নয়, বেসরকারি স্কুল সম্পর্কিত সব অভিযোগ শুনবে ওই কমিটি। স্বাস্থ্য কমিশনের মতোই এই শিক্ষা কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছিলেন, শিক্ষা কমিশন নিয়ে তাঁরা ভাবনা চিন্তা করছেন।
এখন বেসরকারি স্কুলের (Private School) রমরমা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি স্কুল। সেখানে ছাত্র ছাত্রীদের ভর্তির সংখ্যাও বাড়ছে। কিন্তু, সেখানে ফি বৃদ্ধি নিয়ে প্রায়শই বিস্তর অভিযোগ ওঠে। এই নিয়ে অভিভাবকদের আন্দোলন করতেও দেখা যায়। তখনই প্রশ্ন ওঠে রাজ্য সরকার কেন তাতে পড়ুয়াদের স্বার্থে হস্তক্ষেপ করছে না। কিন্তু, এক্ষেত্রে রাজ্য সরকারের হাত পা বাঁধা ছিল। কারণ বেসরকারি স্কুলের ক্ষেত্রে তাদের করণীয় কিছু ছিল না। এবার সেখানে পদক্ষেপ করতে পারবে কমিশন। এমনটাই মনে করছে শিক্ষা মহল।
আরও পড়ুন: টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষক গ্রেফতার
ওয়াকিবহাল মহলের বক্তব্য, ঠিক যে ভাবে বেসরকারি নার্সিংহোমগুলি বেশি শুশ্রুষার বিল করলে ব্যবস্থা নিতে পারে স্বাস্থ্য কমিশন। ঠিক সেভাবেই এক্ষেত্রেও ব্যবস্থা নিতে পারবে শিক্ষা কমিশন। মূলত ফি বৃদ্ধির বিষয়টিতেই তারা নজর দেবে। এছাড়া অন্যান্য অভিযোগও গুরুত্ব দিয়ে দেখা হবে। এমনটা নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে এর বিজ্ঞপ্তি প্রকাশ হলে পরিষ্কার বোঝা যাবে কমিশনের কাজ কী হতে চলেছে। এর আওতায় কী কী থাকবে। এই বিষয়ে সরকারের তরফে অবশ্য কোনও বিবৃতি দেওয়া হয়নি।