মুম্বই : শুধু সুস্মিতা সেনই(Susmita Sen) নন,এবার ওটিটিতে(Ott Platform) রূপান্তরকামীর(Transgender) চরিত্রে আসছেন নওয়াজউদ্দিন সিদ্দিকিও(Nawazuddin Siddiqui)।জনপ্রিয় ওটিটিতে মুক্তির অপেক্ষায় নওয়াজের নতুন ছবি হাড্ডি(Haddi)।বছর খানেক আগেই প্রকাশ্যে এসেছিল ছবিতে অভিনেতার লুক।তখনই রীতিমতো প্রচারের আলোয় উঠে এসেছিলেন নওয়াজউদ্দিন।সদ্যই মুক্তি পেয়েছে হাড্ডি-র ফার্স্টলুক।নওয়াজের সঙ্গে ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন অনুরাগ কাশ্যপ(Anurag Kashyap)। পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন ইলা অরুণ(Ila Arun),মহম্মদ জিসান আইয়ুব(Mohammad Ayub Zeeshan),সৌরভ সচদেবা(Saurav Sachadeva) ছাড়াও আরও অনেকেই।হাড্ডি-র পরিচালনার দায়িত্বে রয়েছেন অকসত্ অজয় শর্মা(Akshat Ajay Sharma)।শোনা যাচ্ছে নওয়াজের এই নতুন ছবি আদপে একটি রিভেজ ড্রামা ফিল্ম(Revnge Drama Film)।কারণ হাড্ডি-র ফাস্ট লুকে রক্তাক্ত চপার হাতে দেখা গিয়েছে নওয়াজউদ্দিনকে।আরও জানা যাচ্ছে,ছবিতে দ্বৈত চরিত্রে(Dual Role) অভিনয় করছেন তিনি।যার একটি চরিত্রের নাম হাড্ডি।অন্য চরিত্রটির নাম হাড়িকা।যিনি একজন ট্রান্সডেন্ডার।এইরকম চরিত্রে আগে কখনও অভিনয় করেননি তাই হাড্ডি নিয়ে দারুণ উৎসুক নওয়াজউদ্দিন সিদ্দিকি।খুব শীঘ্রই ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করবে ওটিটি কর্তৃপক্ষ।প্রকাশ্যে আসবে ছবির টিজার এবং ট্রেলারও।
কিছুদিন আগেই অন্য একটি ওটিটিতে মুক্তি পেয়েছে নওয়াজের রমকম ফিল্ম টিকু ওয়েডস শেরু।সাই কবীর পরিচালনায় ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয় করেছেন অবনীত কৌর।ছবিটি প্রযোজনার দায়িত্বে ছিলেন কঙ্গনা রানাওয়াত।গতবছর রীতিমতো চর্চায় এসেছিল টিকু ওয়েডস্ শেরু।যদিও মুক্তির পর দর্শকমহলে প্রভাব ফেলতে পুরোপুরি ব্যর্থ হয়েছে নওয়াজ-এর রমকম ফিল্ম।একই পরিণতি হয়েছে অন্য একটি রোম্যান্টি কমেডি ফিল্ম যোগিরা সারা রা রা-র।এবার নওয়াজউদ্দিন সিদ্দিকির তুরুপের নতুন তাস হতে চলেছে হাড্ডি।গ্যাংস অফ ওয়াসেপুর থেকে কাহানি,ফটোগ্রাফ,লাঞ্চবক্স থেকে ওয়েব সিরিজ সেক্রেড গেমস।নওয়াজ যে বলিউডের অন্যতম সেরা অভিনেতা সেকথা বারবার প্রমাণ করে দিয়েছেন।এই চুড়ান্ত দুর্দিনে নওয়াজের আরও একবার নিজেকে প্রমাণ করার পালা।
View this post on Instagram