কলকাতা: নিয়োগ সংক্রান্ত যাবতীয় রিপোর্ট মুখ্যমন্ত্রীর ( Chief Minister) কাছে যেত বলে দাবি করলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ফের বলেন, নিয়োগ দুর্নীতিতে আমারা কোনও ভূমিকা নেই। নিয়োগকেন্দ্রিক সমস্ত রিপোর্ট ক্যাবিনেট সচিব পাঠান প্রিন্সিপাল সেক্রেটারিকে। তিনি সেই রিপোর্ট পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রীর কাছে। আমি এসবের জন্য দায়ী নই। আমি জানি না, কারা চাকরি পেয়েছেন।
এদিন জামিন পাওয়ার জন্য মরিয়া আবেদন জানান পার্থ। তিনি বলেন, সামনে পুজো। আমরা পরিবার আছে। যে কোনও শর্তে জামিন দিন। কথা প্রসঙ্গে পার্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার কথাও টেনে আনেন। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু উডল্যান্ডসে ভর্তি। উনিও অসুস্থ, আমিও অসুস্থ। উনি যেমন অসুস্থ হয়ে কষ্ট পাচ্ছেন, তেমনি আমি জেলবন্দি হয়ে কষ্ট পাচ্ছি।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে জামিন মানিকের স্ত্রী শতরূপার
প্রাক্তন মন্ত্রী বলেন,আমি পাঁচটি দফতরের দায়িত্বে ছিলাম। একাধিকবার আমার দফতর বদল হয়েছে। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে সিবিআই আমার দুর্নীতির কোনও প্রমাণ আদালতে পেশ করতে পারেনি। সিবিআইয়ের তদন্তই এগোয়নি।
এ প্রসঙ্গে কংগ্রেস নেতা তথা আইনজীবীর কৌস্তভ বাগচী বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই যে গোটা নিয়োগ দুর্নীতি হয়েছে, সেটাই আজ বুঝিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। বাংলার মানুষ সবটাই জানে। শুধু পার্থর সত্যিটা বলার অপেক্ষা। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, উনি নির্দোষ হলে তাঁর দল কেন পার্থকে বহিষ্কার করল।