মুম্বই : আর এক মাসের অপেক্ষা।শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে অ্যাটলি কুমার(Atlee Kumar) পরিচালিত শাহরুখের(Shahrukh Khan) নতুন ছবি জওয়ান(Jawan)।শোনা যাচ্ছে,জওয়ান নিয়েও পাঠান(Pathaan)-এর মতো স্ট্র্যাটেজি নিতে চলেছেন শাহরুখ খান।পাঠান মুক্তির আগে সংবাদ মাধ্যমে ছবির তেমন প্রচার করেননি কিং খান(King Khan)।এমনকি কোনও ইন্টারভিউও দেননি তিনি।এবার জওয়ান মুক্তির আগেও একই পথে হাঁটবেন বলিউড বাদশা(Bollywood Badsha)।ছবির ট্রেলার(Trailer) এবং নতুন গান ‘জিন্দা বান্দা'(Zinda Banda) ঝড় তুলেছে নেটদুনিয়ায়।বড়পর্দায় মুক্তির আগে জওয়ান ছবির একাধিক নতুন গান প্রকাশ্যে আসবে।সবকটি গানই এককথায় এক সে বড়কর এক,তাই সংবাদমাধ্যমে জওয়ান-এর প্রচার নিয়ে তেমন উৎসাহী নন শাহরুখ।ছবি বক্সঅফিসে সুপারহিট হওয়ার পরই সংবাদমাধ্যমে সামনে আসবেন বাদশা খান।
View this post on Instagram
গত জানুয়ারিতে মুক্তি পেয়েছে শাহরুখের কামব্যাক ফিল্ম পাঠান।যে ছবি মুক্তি পাওয়ার পরই বক্সঅফিসে ঝড় তুলেছে বক্সঅফিসে।এখনও এবছরের সফল ছবির তালিকায় শীর্ষে রয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস স্পাই ইউনিভার্সের ছবি।যদি পাঠান মুক্তির আগে সেইভাবে প্রকাশ্যে ছবির প্রচার করেননি কিং খান।চেন্নাই এক্সপ্রেস,হ্যাপি নিউ ইয়ার থেকে ডিয়ার জিন্দেগি কিংবা জব হ্যারি মেট সেজার। এর আগে বারবার ছবি মুক্তি আগে প্রমোশনে কোনওরকম কসুর করেননি খান সুপারস্টার।ছবির সহশিল্পীদের নিয়ে দেশের নানা শহরে ছবির প্রচার করেছেন তিনি।তবে পাঠান মুক্তির আগে নিজের কাছেই চ্যালেঞ্জ নিয়েছিলেন বলিউড বাদশা।ছবি বক্সঅফিসে ব্লকবাস্টার হিটের তকমা পাওয়ার পরই দীপিকা পাডুকোন, জন আব্রাহাম ও পরিচালক সিদ্ধার্থ আনন্দকে নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন খান সুপারস্টার।যেখানে পাঠান নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রায় ঘন্টা দেড়েক খোলামেলা আড্ডা দেন শাহরুখ ও ছবির অন্য তারকারা।
এবার জওয়ান নিয়েও একই স্ট্রাটেজি কিং খানের।জওয়ান একটি দুর্ধর্ষ হতে চলেছে।ছবির ট্রেলার ও প্রথম গানেই তা প্রমান হয়ে গিয়ছে।সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের মধ্যে ছবি যে ভাবে চর্চায় রয়েছে তার পরে আলাদা করে আর জওয়ান নিয়ে প্রচারের কোনও প্রয়োজনই মনে করছেন না শাহরুখ।ছবির টিজার ঝড় তুলেছে বলিউডে।জওয়ান-এর প্রথম গান জিন্দা বান্দাও ইতিমধ্যেই সুপারহিট।খুব শীঘ্রই আসছে অনিরুদ্ধ রবিচন্দ্রর সুরে অরিজিৎ সিংয়ের গাওয়া জওয়ান-এর রোম্যান্টিক ট্রাক।যে গানে একসঙ্গে দেখা যাবে শাহরুখ-নয়নতারাকে।তারপর বড়পর্দায় মুক্তির আগে ছবির আরও কয়েকটি গান প্রকাশ্যে আসবে।একদিকে শাহরুখ খানের ক্যারিশ্মা।অন্যদিকে দীপিকা পাডুকোন,নয়নতারা,বিজয় সেতুপতি,সানায়া মালহোত্রা,প্রিয়মণিদের উজ্বল উপস্থিতি।পাশাপাশি অনিরুদ্ধ রবিচন্দ্রর সুর তো রয়েছেই।সবমিলিয়ে বক্সঅফিসের সব রেকর্ড ভেঙে দেবে জওয়ান।এমনটাই বলছেন কিং খানের ভক্তকূল।