কলকাতা: এবার হুমকি ফোন কলকাতা পুরনিগমের ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। জানা গিয়েছে, রবিবার সুশান্তর ফোনে আচমকাই একটি ফোন আসে। এক মাসের মধ্য়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। এই ঘটনায় কসবা থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ টনি সামন্ত ওরফে গুড্ডু নামে এক যুবককে গ্রেফতার করেছে। ঠিক কী কারণে সুশান্তকে তিনি ফোন করে প্রাণে মারা হুমকি দিয়েছে, পাশাপাশি এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ।
এ বিষয়ে সুশান্ত বলেন, গতকাল তিন-চারবার আমাকে ফোন করে। তারপর আমি ফোনটা ধরি। তারপরই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। আমাকে গুলি ও বোমা মেরে খুনের হুমকি দেয়।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)