পাঁশকুড়া: জলের তোড়ে ভেঙে গেল কাঁসাই নদীর উপর তৈরি বাঁশের সাঁকো। এর জেরে পাঁশকুড়াতে বিছিন্ন হল দুই পারের যোগাযোগ ব্যবস্থা। সোমবার কচুরিপানার চাপ ও জলের তোড়ে ভেঙে গেল পুরনো ডোমঘাটে কাঁসাই নদীর উপরে দীর্ঘদিনের পুরনো বাঁশের সাঁকো। প্রশাসনের কাছ থেকে শুধু প্রতিশ্রুতিই মেলে বলে এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এর আগেও পাঁশকুড়া এলাকায় পর পর বেশ কয়েকটি দুই পারের সংযোগকারী বাঁশের সাঁকো ভেঙে যায় বলে অভিযোগ।
এদিন ডোমঘাটের বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার কারণে পাঁশকুড়া ব্লকের থেকে যোগাযোগ স্তব্ধ হয়ে যায়। অপরপ্রান্তের ১৪টি মৌজার, এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার মানুষের যাতায়াত করে থাকেন। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার ফলে স্তব্ধ হয়ে যায় দুই প্রান্তের যোগাযোগ। সাঁকো ভেঙে যাওয়ায় পারাপারের মাধ্যম হয়ে ওঠে নৌকো। তবে কাঁসাই নদীর স্রোতের মধ্য দিয়ে নৌকো চালানোর সময় বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটে থাকে বলে জানিয়েছে এলাকাবাসীরা। এমনকি বেশ কয়কজন রোগীর মৃত্যুও হয়েছে বলে জানা যায়। এই বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় প্রায় ৬ থেকে ১০ কিলোমিটার ঘুরপথে হাসপাতালে যেতে হচ্ছে রোগীদের। পাশাপাশি স্কুলেও যেতে গেলে পড়ুয়াদেরও যেতে হচ্ছে ঘুরপথে। এলাকাবাসীর দাবি, বাঁশের সাঁকো নয় এবার কংক্রিটের সেতু করতে হবে।
আরও পড়ুন: ভয়াবহ বাস দুর্ঘটনা মরক্কোতে, মৃত ২৪