ওয়াশিংটন: ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। মৃত ৩, আহত ১। মৃতদের মধ্যে এক জন মহিলা ও ২ জন পুরুষ বলে জানা গিয়েছে। ওয়াশিংটন ডিসি (Washington DC) প্রদেশে শনিবার রাতে গুলি চালনার ঘটনা ঘটেছে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, শনিবার রাতের ওই হামলা ‘নির্বোধ হিংসা’র পরিচয়। সব মিলিয়ে আগস্টের প্রথম ৫ দিনে বন্দুকবাজের হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে আমেরিকায়। যত সময় যাচ্ছে ততই আমেরিকার ‘অভিশাপ’ হয়ে উঠছে বন্দুকবাজের হামলা। স্কুল থেকে শুরু করে ধর্মস্থান,বাদ পড়ছে না কিছু। বন্দুক আইন সংশোধন করেও কেন বন্দুকবাজের হামলার ঘটনায় রাশ টানা যাচ্ছে না, তা নিয়ে লাগাতার প্রশ্নের মুখে হোয়াইট হাউস।
আরও পড়ুন:শুধু ইমরান নয়, আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের জেলে যেতে হয়েছে
আমেরিকার এই শহরে এ বছরেই ১৫০টি এ রকম গুলিচালনার ঘটনা ঘটেছে। যা গত দুই দশকে সর্বোচ্চ। উল্লেখ্য, গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছিলেন, “এটা মেনে নেওয়া যায় না। গোটা বিষয়টির দিকে কড়া নজর রাখছি। এই ঘটনায় আমেরিকার হৃদয় একেবারে ভেঙে গিয়েছে। কংগ্রেসের কাছে আমার আবেদন, অস্ত্র রাখার উপর নিষেধাজ্ঞা জারি করুন তাঁরা।”