বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর (Bishnupur) সাংগঠনিক জেলার বিজেপি (BJP) সভাপতি বিল্লেশ্বর সিংহ কে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় সভাপতি করা হয়েছে ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা কে। বিষ্ণুপুরের সভাপতির বদল কে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। খারাপ ফলের কারনে কি সরিয়ে দেওয়া হল বিল্লেশ্বর সিংহ কে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
সম্প্রতি জেলায় সম্পন্ন হয়েছে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে ফল খারাপ হয়েছে গেরুয়া শিবিরের। ফল খারাপের পরে বিষ্ণুপুর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে বিভিন্ন ভাবে সরব হয়েছিলেন দলের একটা অংশের বিজেপি কর্মীরা। বিল্লেশ্বর সিংহ জেলা সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের একটা অংশ বিভিন্ন ভাবে ক্ষোভ প্রকাশ করেন তাঁর বিরুদ্ধে। বিভিন্ন দিক খতিয়ে দেখেই কী বঙ্গ বিজেপি ও উচ্চ বিজেপি নেতৃত্ব এই বিষ্ণুপুরের সভাপতির বদল আনলেন এই প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: ফের বিস্ফোররক অনুপম হাজরা, তৃণমূল নেত্রীকে বন্দে ভারত চাপা দেওয়ার হুঁশিয়ারি
অন্যদিকে, বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দীর্ঘদিনের লড়াকু নেতা তথা ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখার হাতে। ওন্দা বিধানসভায় অমর শাখার নেতৃত্ব ভালো ফল করেছে বিজেপি। সেই কারনে সংগঠন শক্তিশালী করে তুলতেই অমর নাথ শাখার হাতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। তবে বিজেপি তা মানতে নারাজ।