নয়াদিল্লি: অমৃত ভারত প্রকল্পে (Amrit Bharat Station Scheme) সেজে উঠছে একের পর এক স্টেশন। বদলে যাচ্ছে লুক। বদলে যাচ্ছে পরিষেবা। উন্নতমানের একের পর এক নয়া রেল স্টেশন তাক লাগাচ্ছে দেশজুড়ে। এবার অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে রাজ্যের ২১ টি স্টেশন।
অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ভারতের ১৩০৯ স্টেশনের পুনর্গঠন। যার মধ্যে রাজ্যের রয়েছে ২১ স্টেশন। ৬ অগাস্ট রবিবার প্রথম দফায় ভার্চুয়ালি ৫৩৮ স্টেশনের ভিত্তিপ্রস্থ স্থাপন করলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে পূর্ব রেলের আওতায় 28 টি স্টেশনের পুনর্গঠনের শিলাদন্যাস হল। আসানসোল ,হাওড়া, মালদহ ,শিয়ালদহ ডিভিশনের ২৪ টি স্টেশন এর।
আরও পড়ুন: আহমেদাবাদে অপহরণের ডেরা থেকে নিজের বাড়িতে ফিরল বাংলার ছেলে
২৮ টি স্টেশনের মধ্যে ইষ্টান রেলওয়ের একুশ (২১)টি স্টেশন ,বিহারের পাঁচটি (৫)ও ঝাড়খণ্ডের দুটি (২) স্টেশন।