দমদম: আপ কল্যাণী সীমান্ত লোকালে (Up Kalyani Semanta Local ) আগুন। ধোঁয়া দেখে দমদম স্টেশনে আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় শিয়ালদহ স্টেশন ছেড়েছিল লোকাল ট্রেনটি। ওই ট্রেনেরই প্যানেল বোর্ডে আগুন দেখা যায়। এর পরই দমদমে দাঁড়িয়ে পড়ে কল্যাণী সীমান্ত লোকাল। আতঙ্কের জেরে বহু যাত্রী মাঝপথেই নেমে পড়েন।
সন্ধ্যায় অফিস ফেরত যাত্রী ও নিত্যযাত্রীদের ভিড়ে ঠাসা ছিল লোকাল ট্রেন। আচমকাই ট্রেনের মধ্যে আগুনের ফুলকি দেখতে পান যার্তীরা। আগুন দেখেই রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে। ট্রেন দমদম স্টেশন থামতেই প্ল্যাটফর্মে নেমে পড়েন যাত্রীরা। ঘটনাস্থ রেলের আধিকারিক ও রেল পুলিশ আসে। এই ঘটনা নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, আপ কল্যাণী সীমান্তে আগুন দেখা গিয়েছে বলে খবর পেয়েছি। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দমদমে ট্রেনটিতে আগুন নেভানোর ব্যবস্থা হয়েছে। হতাহত বা আহতের কোনও খবর নেই।
ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেয় জিআরপি। খবর দেওয়া হয় দমকলে। দমকল এসে আগুন নেভায়।ট্রেনের ছনম্বর বগিতে আগুন লাগে।এই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা ধরে ট্রেন স্টেশনেই দাঁড়িয়ে ছিল।এই ঘটনার জেরে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। প্রায় আধ ঘন্টা দেরিতে লোকাল ট্রেন চলছে।